মাসের প্রথম দিনেই স্বস্তির খবর! দাম কমল রান্নার গ্যাসের, নতুন দাম কত জেনেনিন

মাসের প্রথম দিনেই স্বস্তির খবর, বিশেষ করে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য। আজ, ১লা অগস্ট থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩৩ টাকা ৫০ পয়সা কমানোর ঘোষণা করেছে দেশের তেল বিপণন সংস্থাগুলি। এই নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।

প্রতি মাসের শুরুতেই বিশ্ব বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দামের ওপর পর্যালোচনা করে তেল বিপণন সংস্থাগুলি এবং সেই অনুযায়ী রান্নার গ্যাসের দামে পরিবর্তন আনে। গত জুলাই মাসের পর অগস্ট মাসেও বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমানো হল, যা টানা দ্বিতীয়বার দাম কমার ঘটনা।

তেল বিপণন সংস্থাগুলির ঘোষণা অনুযায়ী, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৩ টাকা ৫০ পয়সা কমানো হলেও, ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। ফলে গৃহস্থালীর গ্যাসের দামে কোনো হেরফের হচ্ছে না।

এই দাম কমার ফলে আজ, শুক্রবার থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম পড়বে ১৭৩৬ টাকা, যা আগে ১৭৬৯ টাকা ছিল। দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬৩১.৫০ টাকা হবে।

এর আগে, ১লা জুলাইও বাণিজ্যিক এলপিজির দাম সিলিন্ডার পিছু ৫৮ টাকা ৫০ পয়সা কমানো হয়েছিল। তার আগে জুন মাসে ২৪ টাকা, এপ্রিলে ৪১ টাকা এবং ফেব্রুয়ারিতে ৭ টাকা কমানো হয়েছিল ১৯ কেজি সিলিন্ডারের দাম। অর্থাৎ, গত কয়েক মাস ধরে বাণিজ্যিক গ্যাসের দাম ধারাবাহিকভাবে কমছে।

উল্লেখ্য, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার মূলত হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। গৃহস্থালীর কাজে ব্যবহৃত হয় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার। তাই এই মূল্যহ্রাসের সুফল শুধুমাত্র বাণিজ্যিক ব্যবহারকারীরাই পাবেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy