রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ভোটার তালিকা সংশোধন (SIR)-এর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। এই আবহেই নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে আবারও জোর তৎপরতা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। CAA নিয়ে বাংলার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং বিভ্রান্তি দূর করতে রাজ্যজুড়ে বিশেষ কর্মশালার পর এবার জেলায় জেলায় ক্যাম্প খোলার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির।
১৭ জেলায় ৭০০ CAA ক্যাম্পের পরিকল্পনা
দলীয় সূত্রে খবর, বুধবার বিজেপির রাজ্য স্তরে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে CAA সংক্রান্ত একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানেই বিধানসভা ভোটের আগে একটি সুনির্দিষ্ট ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে।
শিবিরের সংখ্যা: সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের ১৭টি জেলায় বিধানসভা ভিত্তিক CAA সহায়তা শিবির খোলা হবে। প্রতিটি বিধানসভা এলাকার অধীনে অন্তত তিনটি করে ক্যাম্প স্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই হিসাবে রাজ্যে মোট ৭০০-র মতো ক্যাম্প খুলতে চলেছে বিজেপি।
অগ্রাধিকার: মতুয়া ও উদ্বাস্তু অধ্যুষিত অঞ্চল— বিশেষ করে বনগাঁ ও নদিয়া জেলাকে অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে। কর্মশালায় এই দুই জেলার বিধায়করাও উপস্থিত ছিলেন।
রিপোর্ট জমা: কেন্দ্র থেকে এই কাজের দায়িত্ব কাদের দেওয়া হবে, সেই তালিকা চাওয়া হয়েছে। রাজ্য নেতৃত্বকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে ক্যাম্প সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই শিবিরগুলোর মূল উদ্দেশ্য হলো, সাধারণ মানুষকে নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া এবং কীভাবে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে— সেই বিষয়ে সহায়তা করা।
বিজেপি রাজ্য সভাপতির বার্তা: ‘পাপমুক্তির কাজ চলছে’
সিএএ ক্যাম্পের এই উদ্যোগ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন।
তিনি বলেন, “দেশ ভাগের সময় কংগ্রেস যে পাপ করেছে, বিজেপি সেই পাপমুক্তির কাজ করছে। আমরা বাংলাদেশি উদ্বাস্তু হিন্দুদের পাশে আছি। এটাই আমাদের ঘোষিত অবস্থান।”
উদ্বাস্তুদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি আরও বলেন, “আমরা ক্যাম্প করব, প্রয়োজনে আর্থিক সহায়তাও দেব। বিজেপি যতদিন থাকবে, একজন উদ্বাস্তু হিন্দুকেও কেউ ছুঁতে পারবে না।”
বিধানসভা নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপির CAA নিয়ে এই ব্যাপক জনসংযোগ কর্মসূচি রাজ্যে এক নতুন রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।