মায়াপুর থেকে ফেরার পথে রক্তক্ষয়ী দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, জখম ২৫

মায়াপুর ইসকন মন্দির দর্শন করে বাড়ি ফেরার আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হলো। শুক্রবার রাতে নদীয়ার কোতোয়ালি থানার দিগনগর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন তীর্থযাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে বলে জানা গিয়েছে।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা? পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হুগলি জেলার বেশ কয়েকটি পরিবার মিলে একটি পিকআপ ভ্যানে করে মায়াপুরে এসেছিলেন। মন্দির দর্শন শেষে রাতে বাড়ি ফেরার সময় দিগনগর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে পর্যটক বোঝাই পিকআপ ভ্যানটি। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

উদ্ধারকাজ ও চিকিৎসা: দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় তা স্বাভাবিক হয়।

শীতকালীন ভ্রমণে বাড়তি সতর্কতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে রাজ্যজুড়ে ঘন কুয়াশার দাপট চলছে। বিশেষ করে রাতে ও ভোরবেলায় জাতীয় সড়কগুলিতে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, কুয়াশার কারণে অথবা চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা। পর্যটন মরশুমে দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে চালকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy