মামলা জিতেও ন্যায়বিচার অধরা! ভারতের জেলা আদালতে ৮.৮২ লক্ষ রায় কার্যকর করার আবেদন ‘ঝুলে’, ভয়াবহ চিত্র সামনে আনল সুপ্রিম কোর্ট

ভারতের বিচারব্যবস্থার উপর ভরসা রাখা হাজার হাজার মানুষের জন্য এক হতাশাজনক চিত্র সামনে এল। সুপ্রিম কোর্টের নির্দেশে জানা গিয়েছে, দেশের বিভিন্ন জেলা আদালতে এখনও ৮ লক্ষ ৮২ হাজারেরও বেশি ‘এক্সিকিউশন পিটিশন’ (Execution Petitions) বা রায় কার্যকর করার আবেদন অমীমাংসিত অবস্থায় ঝুলে আছে।দেশের সর্বোচ্চ আদালত এই বিপুল সংখ্যক আবেদনের দীর্ঘসূত্রতা দেখে সমস্ত হাইকোর্টকে নির্দেশ দিয়েছে, যেন তারা এমন একটি ব্যবস্থা গড়ে তোলে, যেখানে রায় কার্যকর করার আবেদন ছ’মাসের মধ্যে নিষ্পত্তি হয়।কোন রাজ্যে কত মামলা ঝুলে আছে? (শীর্ষ ৫)রায় কার্যকর করার আবেদন ঝুলে থাকার ভয়াবহ পরিসংখ্যানের প্রায় ৩৯ শতাংশ একাই দখল করে রেখেছে মহারাষ্ট্র।রাজ্য/অঞ্চলমুলতুবি মামলার সংখ্যাশতাংশ (প্রায়)মহারাষ্ট্র৩,৪১,০০০৩৯%তামিলনাড়ু৮৬,১৪৮কেরল৮২,৯৯৭অন্ধ্রপ্রদেশ৬৮,১৩৭মধ্যপ্রদেশ৫২,২১৯এই ৫টি রাজ্যেই মোট মুলতুবি মামলার প্রায় দুই-তৃতীয়াংশ জুড়ে রয়েছে।কী এই ‘এক্সিকিউশন পিটিশন’?যখন কোনও ব্যক্তি আদালতে কোনও দেওয়ানি মামলা জিতে যান, তখন তাঁর প্রাপ্ত রায়টি বাস্তবে কার্যকর করানোর জন্য তিনি ‘এক্সিকিউশন পিটিশন’ দায়ের করেন। এই প্রক্রিয়াটি সিভিল প্রসিডিউর কোড (CPC)-এর অর্ডার ২১-এর অধীনে দাখিল করা হয়, যা আদালতের ডিক্রি কার্যকর করা নিশ্চিত করে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এই প্রক্রিয়াই হয়ে উঠছে ন্যায়বিচারপ্রাপ্তির সবচেয়ে দীর্ঘ অপেক্ষা।সুপ্রিম কোর্টের আক্ষেপ: রায় অর্থহীনসুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে তীব্র আক্ষেপ করে জানিয়েছে, জেলা আদালতগুলির উদাসীনতার কারণে আদালতের রায় কার্যকর করার প্রক্রিয়া ‘অর্থহীন হয়ে পড়েছে’।আদালত লক্ষ্য করেছে, এমনকী একাধিকবার ছ’মাসের সময়সীমা নির্ধারণ করা হলেও বাস্তবে সেই নির্দেশ মানা হয়নি। ১৯৮০ সালের একটি জমি বিক্রির চুক্তি সংক্রান্ত মামলার উদাহরণ টেনে শীর্ষ আদালত দেখিয়েছে, ২০০৭ সালে দাখিল হওয়া এক্সিকিউশন পিটিশনও আজও পুরোপুরি নিষ্পত্তি হয়নি।ট্রায়াল কোর্টে প্র্যাকটিস করা আইনজীবীদের মতে, হেরে যাওয়া পক্ষ খুব কম ক্ষেত্রেই স্বেচ্ছায় আদালতের আদেশ মেনে চলে। ফলে রায় কার্যকরের জন্য দায়ের হওয়া এই শুনানিগুলো প্রায়ই ‘মিনি সিভিল স্যুট’-এর মতোই দীর্ঘ ও জটিল হয়ে ওঠে, যা ন্যায়বিচারকে বহু দূর নিয়ে যায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy