রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়া শুরুর দিনই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ নভেম্বর বি.আর. আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত তৃণমূল কংগ্রেস একটি প্রতিবাদ মিছিল করবে।
২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন এই SIR প্রক্রিয়া শুরু করেছে। এই বিশেষ সংশোধনে যাতে কোনও ‘ন্যায্য ভোটারের নাম বাদ না যায়’, সেই নিয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। এবার তৃণমূল মাঠে নামতে চলেছে।
৪ নভেম্বরের কর্মসূচি:
৪ নভেম্বর থেকে রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হচ্ছে। ওই দিনই তৃণমূল তাদের মিছিল করবে। এসআইআর-এর পাশাপাশি সংবিধান রক্ষার শপথ নিয়ে এই মিছিল করবে শাসক দল। এই মিছিলে আরও যে বিষয়গুলি নিয়ে প্রতিবাদ জানানো হবে:
১০০ দিনের কাজের ইস্যু।
বাংলা ও বাঙালির প্রতি কেন্দ্রীয় সরকারের অত্যাচারের অভিযোগ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ:
গত ২৮ অক্টোবর সাংবাদিক সম্মেলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং নির্বাচন কমিশনকে (EC) তীব্র আক্রমণ করেছিলেন।
তিনি বলেছিলেন, “বিজেপির সহকারী সংস্থা ইসি, বাংলায় S.I.R ঘোষণা করেছে। উৎসবের মরসুমে ঘোষণা করেছে। আমাদের কথায় এটা রিভিশন নয়, এটা মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা। নাম বাদ দেওয়ার চেষ্টা”।
তিনি আরও প্রশ্ন তোলেন: “আগে ভোটাররা সরকার নির্বাচিত করত। এখন সরকার ভোটার বাছাই করছে পছন্দমতো। আসল লক্ষ্য ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নয়। দেড় বছর আগেই লোকসভা ভোট হয়েছে। এই ভোটার লিস্ট ত্রুটিযুক্ত হলে, অন্যকে জ্ঞান না দিয়ে আপনি আচরি ধর্ম করুন। ইস্তফা দিয়ে S.I.R করুন।”
তৃণমূলের এই পথে নামার সিদ্ধান্ত স্পষ্ট করে দিল যে, আসন্ন নির্বাচনগুলির আগে ভোটার তালিকা সংক্রান্ত এই প্রক্রিয়াটি রাজ্য রাজনীতিতে একটি বড় বিতর্কের জন্ম দিতে চলেছে।