দিল্লি ও এনসিআর এলাকা থেকে পথকুকুরদের সরিয়ে শেল্টারে পাঠানোর সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। সাধারণ পশুপ্রেমী থেকে শুরু করে বলিউড তারকারা এই রায়ের কড়া সমালোচনা করেছেন। এবার সেই প্রতিবাদে যোগ দিলেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শ্রীলেখা মিত্র। নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা এই রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং পথকুকুরদের বাঁচানোর জন্য সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের মানবিক আবেদন
একজন নিবেদিতপ্রাণ পশুপ্রেমী হিসেবে স্বস্তিকা মুখোপাধ্যায় প্রায়শই পথকুকুরদের জন্য কথা বলেন। সুপ্রিম কোর্টের এই রায় আসার পর তিনি দিল্লিবাসীর কাছে মানবিক আবেদন জানিয়েছেন। তাঁর পোস্টে স্বস্তিকা লিখেছেন, “আপনি যদি দিল্লির বাসিন্দা হয়ে থাকেন তাহলে পথে থাকা কুকুরদের দত্তক নিন। আমি নিজেও নেব।” তিনি আরও বলেন যে, দেশি প্রজাতির কুকুরেরা খুবই স্বাস্থ্যবান হয়, তাদের যত্নে খরচ কম এবং তারা মানুষকে সীমাহীন ভালোবাসা ও সঙ্গ দিতে পারে। তিনি এনজিও থেকে কুকুর দত্তক নেওয়ার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন। স্বস্তিকা আরও জানান যে, যদিও আদালতের কাছে এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জমা পড়েছে, তবে তা সময়সাপেক্ষ। তাই তিনি এই অবলা প্রাণীদের রক্ষার জন্য সবার কাছে এগিয়ে আসার অনুরোধ করেন।
শ্রীলেখা মিত্রের কড়া প্রতিক্রিয়া
স্বস্তিকার মতোই শ্রীলেখা মিত্রও সুপ্রিম কোর্টের এই রায়ে অত্যন্ত বিরক্ত এবং ক্ষুব্ধ। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কড়া ভাষায় এই রায়ের নিন্দা করেছেন। শ্রীলেখা লিখেছেন, “সুপ্রিম কোর্ট ধর্ষক ও খুনিদের খোলা ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছে এবং এই নির্বাকদের বিরুদ্ধে এই ধরনের আইন প্রয়োগ করেছে? এই ধরনের আইন প্রণেতাদের লজ্জা হওয়া উচিত।” তিনি আরও একটি পোস্টে লিখেছেন, “ধর্ষক-খুনীরা ঘুরে বেড়াক আর ওদের জেলে ভরুক। ঢপের আইন মানছি না।” এর পাশাপাশি তিনি একটি পিটিশনে সই করার জন্য সবার কাছে আবেদন জানিয়েছেন। শ্রীলেখা ও স্বস্তিকা দুজনেই ব্যক্তিগত জীবনে পথকুকুর দত্তক নিয়েছেন এবং মাঝেমধ্যে তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাই এই রায়ে দিল্লির পথকুকুরদের ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই তাঁদের উদ্বেগ বেড়েছে।
সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ দিন দিন আরও জোরালো হচ্ছে। পশুপ্রেমীরা বলছেন, এই রায় অমানবিক এবং এর ফলে কুকুরদের জীবন ঝুঁকির মুখে পড়বে। এমন পরিস্থিতিতে স্বস্তিকা ও শ্রীলেখার মতো তারকাদের এই প্রতিবাদ এই আন্দোলনকে আরও শক্তি যোগাবে বলে মনে করা হচ্ছে।