‘মাননীয়ার মিথ্যাসর্বস্ব ফটো সেশন!’ তৃণমূলের অতিসক্রিয়তা নিয়ে সুর চড়ালেন সুকান্ত মজুমদার, দিলেন চরম কটাক্ষ

উত্তরবঙ্গে বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে রাজ্য প্রশাসনের চূড়ান্ত অনীহা এবং উদাসীনতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তবে তাঁর আক্রমণের মূল লক্ষ্য হলো মুখ্যমন্ত্রীর পরিদর্শনের ঠিক আগে তৃণমূল নেতৃত্বের তড়িঘড়ি অতিসক্রিয়তা।

সোমবার ‘এক্স’ (পূর্বতন ট্যুইটার) বার্তায় সুকান্ত মজুমদার তীব্র আক্রমণ শানিয়ে লেখেন, “রাজ্য প্রশাসনের চূড়ান্ত অনীহা এবং উদাসীনতার কারণে গত সপ্তাহ থেকে কার্যত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন উত্তরবঙ্গের বন্যা এবং ভূমি ধসের জেরে ক্ষতিগ্রস্ত মানুষজন।”

‘দোষ ঢাকার অপচেষ্টা’
কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, এত দিন ধরে দুর্গতদের সহায়তার জন্য প্রশাসনের কোনো রকম ‘হেলদোল’ ছিল না। কিন্তু পরিস্থিতি পাল্টে যায় যখনই রাজ্যের মুখ্যমন্ত্রী এলাকা পরিদর্শনে যাবেন বলে জানা যায়।

সুকান্ত মজুমদার তাঁর পোস্টে বলেন, “কিন্তু যখনই রাজ্যের মুখ্যমন্ত্রী পরিদর্শন করবেন বলে জানা গেছে, তখন থেকেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব ব্যস্ত হয়ে পড়েছে নাগরাকাটা বামনডাঙ্গায় তড়িঘড়ি অস্থায়ী ক্যাম্প নির্মাণে।”

এই অতিসক্রিয়তার কারণ হিসেবে তিনি সরাসরি তৃণমূলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, “শেষ মুহূর্তে তৃণমূলের এই অতিসক্রিয়তার কারণ একটাই, মাননীয়ার মিথ্যাসর্বস্ব ‘ফটো সেশন’ এবং যে কোনও ভাবে দোষ ঢাকবার অপচেষ্টা!”

তিনি দাবি করেন, হাতের নাগালের কাছে থাকা সত্ত্বেও এত দিন ধরে ওই অঞ্চলে ক্ষতিগ্রস্ত দুর্গত পরিবারের কাছে প্রশাসন কিংবা শাসক দল পৌঁছায়নি। তাঁদের পরিস্থিতি ক্রমশ করুণ হয়েছে, কিন্তু শাসক দলের কেউ পাশে দাঁড়ায়নি। সুকান্ত মজুমদারের এই মন্তব্য উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy