মাটির ঘর থেকে দালানে দুর্গাপূজা! জঙ্গলমহলের কেশিয়াড়িতে গ্রামবাংলার নস্টালজিয়া ফিরিয়ে আনল এই মণ্ডপ

জঙ্গলমহলের প্রান্তিক এলাকা পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে এই বছর দুর্গাপূজা মণ্ডপে এক অভিনব থিম নজর কেড়েছে। কেশিয়াড়ি ডায়মন্ড ক্লাব তাদের ৩৪তম বর্ষে মণ্ডপ সাজিয়ে তুলেছে ‘পল্লী গ্রামের দৃশ্য’ থিমে। উদ্যোক্তারা প্রত্যন্ত গ্রামের একটি সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছেন, যা দর্শকদের মধ্যে পুরনো দিনের নস্টালজিয়া ফিরিয়ে এনেছে।

কেন এই থিম?
একসময় জঙ্গলমহলের কেশিয়াড়িতে অধিকাংশ বাড়িই ছিল মাটির তৈরি। মাটির বাড়ির দালান, উঠোনে দেওয়া গোবরের ঘুঁটে, টালির চালের ঘর, লাঙল—এসবই ছিল গ্রাম বাংলার চিরাচরিত ছবি। কিন্তু বর্তমানে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে এমন দৃশ্য বিরল হয়ে উঠেছে।

ডায়মন্ড ক্লাব এই থিম বেছে নিয়েছে মূলত দুটি কারণে:

বয়স্কদের কাছে তাঁদের পুরনো ঐতিহ্য ও নস্টালজিয়াকে ফিরিয়ে দেওয়া।

নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে গ্রামের একটি প্রাকৃতিক পরিবেশ তুলে ধরা।

মণ্ডপের আকর্ষণ
এই কমিটির প্যান্ডেল ও প্রতিমায় চমক রেখেছেন উদ্যোক্তারা। মণ্ডপে এসে দর্শনার্থীরা পল্লী গ্রামের এক সুন্দর চিত্র দেখতে পাচ্ছেন, যেখানে পুরনো দিনের মাটির ঘর, দালানে দুর্গাপুজো এবং ঘুঁটে দিয়ে সাজানো উঠোন সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় মানুষজনসহ দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এই মণ্ডপ দেখতে ভিড় করছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy