মাঝ সমুদ্রে আটকে কয়েক ঘণ্টা! আন্দামানের কাছে ভাসমান দুই মার্কিন নাগরিককে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী

আবারও দুঃসাহসিক উদ্ধার অভিযান চালিয়ে নিজেদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রমাণ দিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে সমুদ্রের মাঝখানে ভাসমান অবস্থায় দুটি মার্কিন নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে এই সফল অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

বিপদে ‘সী অ্যাঞ্জেল’: ত্রুটিপূর্ণ নৌযান, দ্রুত বার্তা
সূত্রের খবর অনুযায়ী, ‘সী অ্যাঞ্জেল’ নামের মার্কিন পতাকাবাহী একটি সেলিং ভেসেল (নৌযান) যান্ত্রিক ত্রুটির কারণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণে, সমুদ্রের মাঝে আটকে পড়েছিল। চেন্নাইয়ের মার্কিন কনস্যুলেট থেকে এই বিপদের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই কোনো রকম সময় নষ্ট না করে উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

‘রাজবীর’-এর দুরন্ত গতি: নিশ্চিত উদ্ধার
বিপদের বার্তা পাওয়ার পর পরই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘রাজবীর’ দ্রুত গতিতে উত্তাল সমুদ্রের বুক চিরে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। প্রতিকূল সামুদ্রিক পরিবেশ এবং উত্তাল ঢেউয়ের মোকাবিলা করে ‘রাজবীর’ অল্প সময়ের মধ্যেই ‘সী অ্যাঞ্জেল’-এর কাছে পৌঁছে যায়। সেখান থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে দুই মার্কিন নাগরিককে নিরাপদে উদ্ধার করে তারা।

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, “নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে ৫৩ নটিক্যাল মাইল দূরে মার্কিন পতাকাবাহী সেলিং ভেসেল ‘সী অ্যাঞ্জেল’ বিপদে পড়েছিল। মার্কিন কনস্যুলেটের তরফে বিপদের বার্তা পেয়ে আইসিজি জাহাজ ‘রাজবীর’ পাঠানো হয়। অল্প সময়ের মধ্যেই দুই মার্কিন নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।”

উপকূলরক্ষী বাহিনীর ধারাবাহিক সাফল্য:
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর এই ধরনের উদ্ধার অভিযান নতুন নয়। গত মাসেই ধনুশকোডি উপকূলে, ভারতীয় জলসীমায় একটি বিচে আটকে পড়া তিন শ্রীলঙ্কা নাগরিককেও সফলভাবে উদ্ধার করেছিল তারা। শ্রীলঙ্কা থেকে একটি নৌকায় রওনা হওয়া ওই তিন ব্যক্তিকে অ্যাডামের ব্রিজের কাছে ভারতীয় জলসীমায় নামিয়ে রেখেছিল নৌকাটি। এরপর উপকূলরক্ষী বাহিনী তাঁদের উদ্ধার করে ধনুশকোডিতে নিয়ে আসে এবং স্থানীয় পুলিশের হাতে তুলে দেয়। সেই ঘটনাতেও তদন্ত চলছে।

আন্তর্জাতিক সমুদ্রে বন্ধুপ্রতীম দেশের নাগরিকদের বিপদে পাশে দাঁড়ানো এবং দক্ষতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সক্ষমতা ও আন্তর্জাতিক স্তরে তাদের দায়িত্বশীল ভূমিকারই পরিচায়ক। এই সফল অভিযান আবারও প্রমাণ করল, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দেশের জলসীমা এবং আন্তর্জাতিক সমুদ্রপথে সুরক্ষার এক অবিচল স্তম্ভ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy