বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন প্রায়শই তাদের পেশাদার জীবনে প্রভাব ফেলে। সম্প্রতি এমনই একটি ঘটনার কথা ফাঁস করলেন বলিউড পরিচালক সুনীল দর্শন। তার পরিচালিত পুরনো ছবি ‘বরসাত’-এর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, প্রিয়াঙ্কা চোপড়া ও অক্ষয় কুমারের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণে তাকে মাঝপথে ছবিটি থেকে অক্ষয়কে বাদ দিতে হয়।
সুনীল দর্শনের আসন্ন ছবি ‘আন্দাজ ২’ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি পুরনো দিনের কথা তুলে আনেন। তিনি বলেন, ‘বরসাত’-এর জন্য প্রিয়াঙ্কা ও অক্ষয়কে নিয়ে একটি গানের শুটিং শুরু করার পর অক্ষয় তাকে ব্যক্তিগত সমস্যার কথা বলেন। অক্ষয় জানতে চান, তাদের দুজনকে নিয়ে ছবিটি করা সম্ভব হবে কি না।
সুনীল দর্শন বলেন, “আমি মনে করি, বিবাহিত পুরুষদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। কিন্তু মানুষ ভুল করে থাকে।” তিনি আরও যোগ করেন, এই ভুলের কারণে একজন প্রযোজককে অনেক ক্ষতিপূরণ দিতে হয়। তবে এই ঘটনার জন্য তিনি প্রিয়াঙ্কাকে দায়ী করতে চান না।
সুনীল জানান, অক্ষয় তার ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তাকে এই বিকল্পটি দিয়েছিলেন এবং তিনি অক্ষয়কে বাদ দিয়েই ছবিটি করার সিদ্ধান্ত নেন। এই সাক্ষাৎকারে তিনি আরও ইঙ্গিত দেন যে একসময় অক্ষয় তাকে ১০০টি ছবি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ৬-৭টি ছবির পরেই তাদের সম্পর্কে পরিবর্তন আসে। সুনীলের দাবি, ২০০৫ সালের পর থেকে তার এবং অক্ষয়ের মধ্যে কোনো যোগাযোগ নেই।
উল্লেখ্য, সেই সময় থেকেই অক্ষয় ও প্রিয়াঙ্কার সম্পর্কের গুঞ্জন বলিউডে জোরদার ছিল। এই গুঞ্জনের জেরে অক্ষয় ও তার স্ত্রী টুইঙ্কল খান্নার সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হয়েছিল বলে শোনা যায়। সুনীলের এই নতুন মন্তব্যের পর বলিউডের পুরনো সেই বিতর্ক আবারও নতুন করে আলোচনায় এসেছে।