মহিলা যাত্রীকে ওঠানো নিয়ে তুমুল গণ্ডগোল! তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১১, আহত ৪০

রাজ্যে এবং রাজ্যের বাইরে দুটি পথ দুর্ঘটনার খবর সামনে এসেছে। রানাঘাট থেকে চাকদাগামী একটি বিয়ে বাড়ির বাস দুর্ঘটনার কবলে পড়েছে। অন্যদিকে, তামিলনাড়ুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

রানাঘাট: বাসের ধাক্কায় আগুন

স্থানীয় সূত্রের খবর, গভীর রাতে রানাঘাট থেকে চাকদাগামী একটি বিয়ে বাড়ির বাস ১২ নম্বর জাতীয় সড়ক ধরে ফেরার সময় ভাটিগাছার কাছে দুর্ঘটনার শিকার হয়। বাসটি আচমকা একটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় মোটরবাইকটি বাসের নিচে চলে যায় এবং সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায়।

তড়িঘড়ি বাস থামিয়ে সকল যাত্রী নেমে পড়েন। দুর্ঘটনায় বাইক আরোহী গুরুতর আহত হন। তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এই দুর্ঘটনার পর জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তামিলনাড়ু: দুই বাসের সংঘর্ষে ১১ জনের মৃত্যু

অন্যদিকে, তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন যাত্রী। শিবগঙ্গা জেলার তিরুপাতুর ও করাইকুড়ির মাঝে সমাথুভাপূরম এলাকায় এই অঘটনটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাস করাইকুড়ির দিকে যাচ্ছিল এবং অন্যটি কাঙ্গেয়ামের দিকে। বাসের মধ্যে এক মহিলা যাত্রীকে ওঠানো নিয়ে বচসা ও বাধা দেওয়াকে কেন্দ্র করেই এই দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, যার পরিণতি ভয়াবহ আকার ধারণ করে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy