মহিলা চালক ও যাত্রীদের নিরাপত্তায় কড়া হলো প্রশাসন, চালু বিশেষ ব্যবস্থা

শহর এবং শহরতলিতে মহিলা চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার সক্রিয় হলো রাজ্যের পরিবহণ দফতর এবং কলকাতা পুলিশ। বুধবার বেসরকারি পরিবহন সংস্থাগুলির মালিক এবং ওলা ক্যাব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করা হয়।

বৈঠক শেষে কলকাতা পুলিশের পক্ষ থেকে দুটি বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে: ০৩৩-১৯১২ এবং ০৩৩-১০৯১। এই নম্বরগুলি স্টিকার আকারে সমস্ত সরকারি, বেসরকারি বাস এবং ওলা ক্যাবে লাগানো হবে, যাতে যাত্রী ও চালকেরা সহজেই দেখতে পান।

মহিলাদের জন্য বিশেষ সুরক্ষা

আজকের সমাজে মহিলারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। বাস, ট্যাক্সি বা বাইক চালানো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাঁদের উপস্থিতি উল্লেখযোগ্য। কিন্তু এর পাশাপাশি তাঁদের অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, যার মধ্যে শ্লীলতাহানির মতো ঘটনাও আছে। এসব বিষয় মাথায় রেখেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনো চালক বা যাত্রী কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবেন। সরাসরি লালবাজারের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে এবং দ্রুত পুলিশি ব্যবস্থা নেওয়া হবে।

এফএম-এর মাধ্যমে প্রচার

হেল্পলাইন নম্বরের পাশাপাশি এই সুরক্ষা বার্তাটি এফএম রেডিও-র মাধ্যমেও প্রচার করা হবে। পরিবহণ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত বাস ও ওলা ক্যাবে এই স্টিকার লাগানো হবে, যা পুজোর আগেই কার্যকর হওয়ার সম্ভাবনা আছে।

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহিলা চালক ও যাত্রীরা। তাঁরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে তাঁদের নিরাপত্তা বাড়বে এবং পথেঘাটে তারা আরও বেশি সুরক্ষিত বোধ করবেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy