মহারাষ্ট্রের শিল্প নগরী হিসেবে পরিচিত কল্যাণ-ডোমবিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (KDMC) দখল নিতে গিয়েও বড়সড় ধাক্কা খেল বিজেপি। একক বৃহত্তম দল হওয়ার দৌড়ে থাকলেও শেষ মুহূর্তে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) সমর্থন জানাল একনাথ শিন্ডের শিবসেনাকে। লক্ষ্য একটাই— বিজেপিকে মেয়রের কুর্সি থেকে দূরে রাখা।
অঙ্ক বিগড়ে দিল এমএনএস ১২২ আসনের এই পুরনিগমে বোর্ড গড়তে দরকার ৬২টি আসন। নির্বাচনের ফলে একনাথ শিন্ডের শিবসেনা ৫৩টি এবং বিজেপি ৫০টি আসন জিতেছে। রাজ ঠাকরের এমএনএস পেয়েছে ৫টি আসন। ম্যাজিক ফিগার ছুঁতে যখন বিজেপি মরিয়া, তখনই রাজ ঠাকরের সমর্থন শিন্ডের পালে হাওয়া বাড়িয়ে দিল। এখন শিন্ডের ঝুলিতে ৫৮টি আসন। বাকি ৪টি আসনের জন্য তিনি উদ্ধব শিবিরের জয়ী প্রার্থীদের দিকে তাকিয়ে আছেন বলে খবর।
মুম্বই পুরনিগমেও কি একই ছবি? কল্যাণ-ডোমবিভলির এই ‘মারাঠা জোট’ এবার মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) সমীকরণকেও ওলটপালট করে দিতে পারে। বিএমসিতে ২২৭টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার ১১৪। সেখানে বিজেপি ৮৯ এবং শিন্ডে সেনা ২৯টি আসন পেয়ে জোটগতভাবে ১১৪ পেরোলেও, শিন্ডে যদি বিরোধীদের দিকে ঝুঁকে পড়েন, তবে বিজেপি সেখানেও ক্ষমতা হারাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিন্ডে-রাজ এবং উদ্ধব-কংগ্রেস জোটবদ্ধ হলে সংখ্যাতত্ত্ব ১২৫ ছাড়িয়ে যাবে, যা বিজেপির জন্য বড় বিপর্যয় হতে পারে।