সাল ২০২৫— ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ইতিহাসে এক রূপকথার বছর। দাবা থেকে ক্রিকেট, জ্যাভলিন থেকে হকি— প্রতিটি প্রান্তেই তেরঙা উড়ল গৌরবের সাথে। বছরের শেষে এসে ফিরে দেখা যাক সেই ৫টি অবিস্মরণীয় মুহূর্ত, যা প্রতিটি ভারতীয়র বুক গর্বে ভরিয়ে দিয়েছে।
১. দাবা বিশ্বকাপে দিব্যার বাজিমাত: ১৯ বছরেই বিশ্বজয়
মহারাষ্ট্রের ১৯ বছরের তরুণী দিব্যা দেশমুখ অসাধ্য সাধন করলেন। ফিডে উইমেনস ওয়ার্ল্ড কাপের (FIDE Women’s World Cup 2025) শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতেরই অভিজ্ঞ কিংবদন্তি কনেরু হাম্পিকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন তিনি। এই জয়ের সাথে সাথেই দিব্যা ভারতের নতুন ‘গ্র্যান্ডমাস্টার’ (GM) শিরোপাও অর্জন করেছেন।
২. ক্রিকেটে জোড়া মুকুট: চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ
২০২৫-এ টিম ইন্ডিয়া ছিল অপ্রতিরোধ্য। দুবাইয়ের মাটিতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে নেয় রোহিত বাহিনী। এর পরপরই এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভারত। যদিও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি ট্রফি নিয়ে চলে যাওয়ায় চরম বিতর্কের সৃষ্টি হয়।
৩. হিল্লোল তুললেন হরমনপ্রীতরা: প্রথমবার ওডিআই বিশ্বজয়
ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা! হরমনপ্রীত কউরের নেতৃত্বে নভি মুম্বইয়ের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার সিনিয়র উইমেনস ওয়ার্ল্ড কাপ জিতল ভারত। শেফালি বর্মা ও দীপ্তি শর্মার অনবদ্য পারফরম্যান্সে অধরা স্বপ্ন পূরণ হলো কোটি কোটি ক্রিকেট প্রেমীর।
৪. হকিতে এশিয়ার বাদশা ভারত
আট বছরের অপেক্ষার অবসান! কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে পুরুষদের হকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত। রাজগিরের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে হারমানপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন নীল বাহিনী প্রমাণ করল কেন তারা বিশ্বসেরাদের অন্যতম। এই জয়ের ফলে ২০২৬ বিশ্বকাপের টিকিটও পাকা করল ভারত।
৫. ৯০ মিটারের গণ্ডি পেরোলেন নীরজ
জ্যাভলিন থ্রো-তে বহু প্রতীক্ষিত ৯০ মিটারের মাইলফলক অবশেষে স্পর্শ করলেন ‘গোল্ডেন বয়’ নীরজ চোপড়া। দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার থ্রো করে নতুন জাতীয় রেকর্ড গড়লেন তিনি। যদিও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রত্যাশা অনুযায়ী পদক আসেনি, কিন্তু তাঁর এই ৯৩ মিটারের কাছাকাছি যাওয়ার লড়াই আগামীর পথ প্রশস্ত করল।