শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল এবার চরমে পৌঁছাল নদিয়ার গয়েশপুরে। শহর তৃণমূল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে রীতিমতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মী ও সমর্থকদের একাংশ। এই ঘটনায় গয়েশপুরের ১৭ নম্বর ওয়ার্ড রাতারাতি উত্তপ্ত হয়ে ওঠে।
পোস্টারে ‘মরণ’ চাইল দলীয় কর্মী-সমর্থকরা:
স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ এতটাই তীব্র আকার ধারণ করেছে যে সেখানকার শহর সভাপতি মরণ দে-র বিরুদ্ধে সরাসরি পোস্টার পড়েছে। পোস্টারে লেখা হয়েছে, ‘মরণ দে-র মরণ হোক, সাধারণ মানুষের জয় হোক’।
বিক্ষোভকারী তৃণমূল সমর্থকদের অভিযোগ, প্রায় সাত বছর ধরে প্রায় ৩০০ পরিবার সরকারি জমি দখল করে বসবাস করছে। এই জমিতে থাকার আশ্বাস শহর সভাপতি মরণ দে নিজেই দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি সেই জমি খালি করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই অপ্রত্যাশিত নির্দেশের পরই কর্মীদের মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে।
গোষ্ঠীকোন্দলের অভিযোগ অস্বীকার:
যদিও শহর সভাপতি মরণ দে তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। তিনি গোষ্ঠী কোন্দলের অভিযোগও অস্বীকার করেছেন।
অন্যদিকে, স্থানীয় কাউন্সিলর কাঞ্চন ঘোষও গোষ্ঠীকোন্দলের অভিযোগ অস্বীকার করেছেন। তবে শহর সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীদের এই প্রকাশ্য বিক্ষোভ এবং রাস্তা অবরোধের ঘটনা প্রমাণ করে যে, গয়েশপুর তৃণমূলের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।