‘মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সংবিধানই শেষ কথা বলে’, দিল্লি যাওয়ার আগে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর

দিল্লি যাওয়ার আগে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিশেষত, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উন্নয়নের পাঁচালী’ রিপোর্ট কার্ড নিয়ে তীব্র কটাক্ষ করলেন তিনি।

ভোটার তালিকায় ‘মৃত ভোটারদের নাম’ থাকার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী এই ঘটনাকে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক উদ্যোগের সঙ্গে যুক্ত করেন। তিনি বলেন:

“মৃত ভোটারদের নাম তালিকায়, এটাও উন্নয়নের পাঁচালির একটি অংশ।”

অর্থাৎ, শাসকদলের উন্নয়নের খতিয়ান যেমন দেখানো হচ্ছে, তেমনি ভোটার তালিকা সংশোধনেও যে দুর্নীতি চলছে, সেটাই বোঝাতে চাইলেন তিনি।

সংবিধান এবং ২০২৬ নির্বাচন নিয়ে হুঙ্কার:

শুভেন্দু অধিকারী দৃঢ়তার সঙ্গে বলেন, রাজ্যে শেষ কথা মুখ্যমন্ত্রী বা তাঁর দল নয়, বরং দেশের সংবিধানই বলবে। তিনি সরাসরি ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়েও হুঙ্কার দেন:

“মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সংবিধান শেষ কথা বলে। ছাব্বিশে মমতা প্রাক্তন হবেন।”

তালিকা সংশোধনে গুরুতর অভিযোগ:

নাম সংশোধনের প্রক্রিয়া নিয়ে শুভেন্দু অধিকারী আরও গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘হাফিজুলের বাবাকে সিরাজুল বানাচ্ছে।’ এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চাইলেন, ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম এবং পরিচয় বিকৃত করা হচ্ছে।

তিনি হুঁশিয়ারি দেন যে এই ধরনের সমস্ত দুর্নীতি এবং কারচুপি শেষ পর্যন্ত ধরা পড়বে:

“এরা সব ধরা পড়বে।”

রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকা সংশোধনের নিবিড় পর্ব চলাকালীন বিরোধী দলনেতার এই ধরনের অভিযোগ রাজ্যের নির্বাচন প্রক্রিয়ায় নতুন করে বিতর্ক তৈরি করবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy