আসন্ন দুর্গাপূজার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুজো কমিটিগুলির জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান ঘোষণা করার পর থেকেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। এই ঘোষণার বিরুদ্ধে এবার সরাসরি মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই অনুদানকে ‘ঘুষ’ বলে আখ্যা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন।
শুভেন্দু অধিকারী বলেন, “মমতা আপনি যতই ঘুষ দিন, কোনো লাভ হবে না।” তিনি আরও বলেন, “অসভ্যতামী করলে যে ভাষা বোঝেন, সেই ভাষাতেই জবাব দেব।” তার এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, পুজো অনুদানের আড়ালে মুখ্যমন্ত্রী রাজনৈতিক সুবিধা পেতে চাইছেন। তার মতে, এই অনুদান রাজ্য সরকারের একটি কৌশল, যার মাধ্যমে সাধারণ মানুষের সমর্থন আদায়ের চেষ্টা চলছে। তিনি মনে করেন, এই ধরনের আর্থিক সাহায্য নির্বাচনী বিধি বা নৈতিকতার পরিপন্থী।
এর আগেও পুজো অনুদান নিয়ে বিজেপি-সহ বিরোধী দলগুলো নানা সময়ে প্রশ্ন তুলেছে। তবে এবার শুভেন্দু অধিকারীর এই আক্রমণ আরও তীব্র এবং ব্যক্তিগত। তিনি যে ভাষায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করেছেন, তা নজিরবিহীন এবং রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের আক্রমণাত্মক কথাবার্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্য আগামী দিনে রাজ্যের রাজনীতিতে আরও সংঘাতের জন্ম দেবে। অনুদান নিয়ে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত এবং তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর এই আক্রমণ এখন রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।