মমতার আপত্তি উড়িয়ে বড় সিদ্ধান্ত কমিশনের! এবার আবাসনের ড্রয়িং রুমেই দেওয়া যাবে ভোট।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এক নজিরবিহীন পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন (ECI)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসকদল তৃণমূল কংগ্রেসের কড়া আপত্তি সত্ত্বেও পশ্চিমবঙ্গের বহুতল আবাসন বা হাইরাইজ কমপ্লেক্সের ভেতরেই পোলিং বুথ তৈরির অনুমতি দেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল ইতিমধ্যেই ৬৯টি আবাসনের একটি তালিকা পাঠিয়েছেন, যেগুলিকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। এই তালিকায় কলকাতার উত্তরের ৮টি এবং দক্ষিণের ২টি হাইরাইজ রয়েছে। তবে সবথেকে বেশি বুথ হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায় (২৫টি) এবং উত্তর ২৪ পরগনায় (২২টি)। এছাড়া হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানেও একাধিক আবাসনকে বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিজেপি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এটি ‘গণতন্ত্রের উৎসবকে’ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য জানান, এর ফলে বয়স্ক এবং শহুরে ভোটারদের ভোট দেওয়ার হার বাড়বে এবং ভোট লুঠ বা বহিরাগতদের দৌরাত্ম্য কমবে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে জানিয়েছিলেন, আবাসনের ভেতরে বুথ হলে নিরপেক্ষতা এবং নিরাপত্তা বজায় রাখা কঠিন হবে। তবে কমিশন সেই আপত্তি নাকচ করে ভোটারদের সুবিধার স্বার্থেই এই সিদ্ধান্ত কার্যকর করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy