গার্হস্থ্য হিংসার এক মর্মান্তিক ও বিরল ঘটনা সামনে এল পঞ্জাব থেকে। গুরুদাসপুর জেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক পুত্রবধূ তাঁর বৃদ্ধা শাশুড়িকে অকথ্য গালিগালাজ করছেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করছেন। এমনকি বৃদ্ধার ছেলে বারবার অনুরোধ করেও স্ত্রীকে থামাতে পারছেন না।
ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্ত মহিলা হরজিৎ কৌর তাঁর শাশুড়ি গুরভজন কৌরকে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছেন, চড় মারছেন এবং শরীরের অন্যান্য অংশেও আঘাত করছেন। তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজও করতে দেখা যায়।
সম্পত্তি হাতানোর জন্য চাপ
বিধবা গুরভজন কৌর পুলিশে অভিযোগ দায়ের করে জানিয়েছেন, তাঁর পুত্রবধূ হরজিৎ কৌর বারবার তাঁকে নির্যাতন করেন এবং সম্পত্তি নিজের নামে হস্তান্তরের জন্য চাপ দেন। এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছু দিন ধরেই এই নির্যাতন চলছিল।
নাতির বিস্ফোরক দাবি: ‘মদ খেয়ে মারধর করত মা’
গুরভজন কৌরের নাতি চরতবীর সিং জানিয়েছেন, এই ঘটনা নতুন নয়। তিনি পুলিশকে জানিয়েছেন যে, তাঁর মা প্রায়শই মদ্যপানের পরে তাঁর ঠাকুমাকে মারধর করেন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, শুধু ঠাকুমা নন— চরতবীর এবং তাঁর বাবাও (বৃদ্ধার ছেলে) ইতিপূর্বে হরজিৎ কৌরের নির্যাতনের শিকার হয়েছিলেন। নাতি চরতবীর সিং অতীতের বেশ কিছু নির্যাতনের ঘটনা ক্যামেরায় রেকর্ড করে রেখেছেন বলেও পুলিশকে জানিয়েছেন। একটি ক্লিপে হরজিৎ কৌরকে তাঁর স্বামীকে জুতো দিয়ে মারতেও দেখা গেছে।
এই ঘটনার পর পঞ্জাব রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন রাজ গিল একটি স্বতঃপ্রণোদিত নোটিশ জারি করেছেন। বর্তমানে এই অমানবিক নির্যাতনের ঘটনার তদন্ত চলছে।