পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে সক্রিয় আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের ‘মোস্ট ওয়ান্টেড’ পান্ডা হাসমত শেখকে গ্রেফতার করল মালদহ পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে তাকে এবং তার দুই সঙ্গী সাব্বির শেখ ও রবিউল শেখকে গ্রেফতার করা হয়েছে।
মালদহের কালিয়াচকের শাহবাজপুর গ্রামের বাসিন্দা হাসমত শেখ, মাত্র ২৭ বছর বয়সেই মাদক কারবার করে বিপুল সম্পত্তির মালিক হয়েছিল।
বিহার, ঝাড়খণ্ড, মণিপুর পর্যন্ত ছিল সাম্রাজ্য
পুলিশ সূত্রে জানা গেছে, হাসমত শেখ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর সহ একাধিক রাজ্যে মাদক কারবারের একটি বড়সড় চক্র তৈরি করেছিল। এই চক্রের অধীনে কাজ করা প্রায় ১০০ মাদক কারবারিকে এর আগে পুলিশ গ্রেফতার করেছিল।
কারবারের ধরন: পুলিশ জানিয়েছে, হাসমত এ রাজ্যে ব্রাউন সুগার তৈরি এবং ডিস্ট্রিবিউশনের অন্যতম মাথা হিসেবে কাজ করত। সে মণিপুর থেকে কাঁচামাল এনে বিভিন্ন রাজ্যে সরবরাহ করত এবং ব্রাউন সুগার তৈরি ও বিক্রির মতো চক্রও চালাত।
পালিয়ে বেড়ানো: সম্প্রতি মালদহ পুলিশের মাদক-বিরোধী অভিযানের কারণে হাসমত তার মাদক তৈরির কারবার কালিয়াচক থেকে সরিয়ে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ নিয়ে গিয়েছিল।
কোটি টাকার সম্পত্তি ও হোটেল সাম্রাজ্য
প্রাথমিক তদন্তে হাসমতের বিপুল পরিমাণ সম্পত্তির তথ্য উঠে এসেছে। অভিযোগ, এই মাদক কারবারির সিকিম, দার্জিলিং, কলকাতা সহ একাধিক জায়গায় হোটেল রয়েছে। এছাড়াও, তার প্রচুর বেনামি সম্পত্তি ও জমির মালিকানা রয়েছে।
হাসমত শেখ ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করে মালদহে নিয়ে যাওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে। নারকোটিক কন্ট্রোল ব্যুরো (NCB)-ও এই হাসমত চক্রের বিরুদ্ধে তদন্ত করছে।