পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি গানের অনুষ্ঠানে ‘বসন্ত এসে গেছে’ খ্যাত জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে ঘিরে নক্কারজনক ঘটনা ঘটল। অভিযোগ, জনপ্রিয় আধ্যাত্মিক গান ‘জাগো মা’ গাওয়ার সময় মেহবুব মল্লিক নামে স্থানীয় এক তৃণমূল নেতা মঞ্চে উঠে গায়িকাকে চরম অপমান ও হুমকি দেন। তিনি চিৎকার করে বলতে থাকেন, “অনেক জাগো মা হয়েছে, এবার সাম্প্রদায়িক গান ছেড়ে সেকুলার গান গা।”
ঘটনায় আতঙ্কিত লগ্নজিতা প্রাণভয়ে মাঝপথেই অনুষ্ঠান ছেড়ে মঞ্চ থেকে নেমে যান। অভিযোগ, মেহবুব ওই অনুষ্ঠানের আয়োজক স্কুলের গভর্নিং বডির সদস্য এবং প্রভাবশালী তৃণমূল নেতা। লগ্নজিতার দাবি, তাঁকে ‘তুই-তোকারি’ করে অপমান করা হয়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে; অভিযোগ যে ভগবানপুর থানা প্রথমে মামলা নিতে অস্বীকার করে। পরে জনরোষ ও রাজনৈতিক চাপের মুখে অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেফতার করা হয়।
রাজ্যের রাজনৈতিক মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা কটাক্ষ করে বলেছেন, পশ্চিমবঙ্গ কি বাংলাদেশের পথে হাঁটছে? একজন শিল্পী কী গান গাইবেন তা এখন রাজনৈতিক দাদারা ঠিক করে দিচ্ছেন। ঘটনাটি কেন্দ্র করে রাজ্যজুড়ে শিল্পীদের নিরাপত্তা ও সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।