ভোট চুরির ‘পর্দা ফাঁস’ রাহুলের, মহাদেবপুরায় ১ লাখের বেশি ভোট কারচুপির দাবি, তদন্তে নামছে কংগ্রেস

লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ‘ভোট চুরির’ অভিযোগ তুলে বোমা ফাটালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিয়ে দাবি করেন, নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোট কারচুপি করেছে। রাহুলের অভিযোগ, কর্ণাটকের একটি মাত্র বিধানসভা কেন্দ্রেই এক লাখের বেশি ভোট চুরি হয়েছে।

রাহুল জানান, কংগ্রেসের একটি দল গত ছয় মাস ধরে মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা নিয়ে তদন্ত করে। সেই তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ভুয়ো ভোটার, জাল ঠিকানা, এক ঠিকানায় অনেক ভোটারের নাম এবং ৭০ বছরের বৃদ্ধাদের নতুন ভোটার হিসেবে ফর্ম-৬ পূরণ করানোর মতো পাঁচটি ভিন্ন উপায়ে ১,০০,২৫০টি ভোট চুরি করা হয়েছে। তিনি বলেন, মহাদেবপুরাতেই ৪০ হাজার এমন ভোটার রয়েছে, যাদের বাড়ির ঠিকানা অস্তিত্বহীন। একটি বাড়িতে ৮০ জন এবং বাণিজ্যিক ঠিকানায় ৬৮ জন ভোটারের নাম থাকার মতো অবিশ্বাস্য তথ্যও তিনি সামনে এনেছেন।

রাহুলের এই অভিযোগের পর নির্বাচন কমিশন দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং তাঁর দাবিকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দেয়। কমিশন রাহুলের কাছে লিখিতভাবে সমস্ত অভিযোগ ও তার স্বপক্ষে প্রমাণ জমা দিতে বলেছে। তবে, রাহুলও কমিশনের এই চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছেন, তাঁর তথ্যে ভুল প্রমাণ করতে পারলে তিনি তা মেনে নেবেন। তিনি আরও অভিযোগ করেন যে, কমিশন ডিজিটাল ভোটার তালিকা দিতে চায় না এবং সিসিটিভি ফুটেজ মুছে ফেলার সময় কমিয়ে প্রমাণ লোপাটের সুযোগ করে দিচ্ছে।

এই ইস্যুটি কেবল অভিযোগের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। কংগ্রেস আগামীকাল বেঙ্গালুরুতে একটি বড় বিক্ষোভ কর্মসূচি নিয়েছে যেখানে রাহুল গান্ধী নিজে উপস্থিত থাকবেন। আগামী সোমবার ইন্ডিয়া জোটের সাংসদরা দিল্লিতে নির্বাচন কমিশন পর্যন্ত যৌথ মিছিল করবেন। এই ঘটনাগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, এই ‘ভোট চুরির’ অভিযোগকে কেন্দ্র করে বিরোধী দলগুলো একটি বড় আন্দোলন গড়ে তুলতে চলেছে। আজ রাহুল গান্ধীর বাসভবনে ইন্ডিয়া জোটের নৈশভোজেও এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। রাহুল গান্ধী বলেন, বিজেপি মাত্র ৩৩ হাজারের কম ব্যবধানে ২৫টি আসনে জিতেছে, তাই এই কারচুপির প্রভাব গোটা দেশের নির্বাচনী ফলাফলে ফেলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy