ভোটের মুখে বম-বম বাংলা! আসছে ৩টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস, জেনেনিন রুট?

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রেলপথে বড়সড় উপহার পেতে চলেছে পশ্চিমবঙ্গ। হাওড়া-কামাখ্যা রুটে দেশের প্রথম স্লি‌পার বন্দে ভারত চালুর প্রস্তুতির মাঝেই সামনে এল আরও এক খুশির খবর। এবার রাজ্যের জন্য বরাদ্দ হতে চলেছে ৩টি নতুন ‘অমৃত ভারত এক্সপ্রেস’। মূলত এ রাজ্য থেকে তামিলনাড়ুর সংযোগকারী এই ট্রেনগুলি চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে যাওয়া হাজার হাজার মানুষ।

ভারতীয় রেল সূত্রে খবর, এই তিনটি ট্রেনেরই রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দক্ষিণ রেল। কোন রুটে কীভাবে চলবে এই ট্রেনগুলি, দেখে নিন তার বিস্তারিত সূচি:

১. সাঁতরাগাছি-তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস: প্রতি শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে এই ট্রেন। সোমবার সকাল ১০টায় পৌঁছবে তাম্বরম। ফিরতি পথে শুক্রবার দুপুর ৩টে ৩০ মিনিটে তাম্বরম থেকে ছেড়ে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে সাঁতরাগাছি ফিরবে ২২ কোচের এই ট্রেনটি।

২. তিরুচিরাপল্লী-নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস: প্রতি শুক্রবার বিকেল ৪টে ৪৫ মিনিটে শিলিগুড়ির এনজেপি (NJP) থেকে ছাড়বে এবং রবিবার বিকেল ৪টে ১৫ মিনিটে তিরুচিরাপল্লী পৌঁছবে। ফিরতি পথে বুধবার সকাল ৫টা ৪৫ মিনিটে তিরুচিরাপল্লী থেকে ছেড়ে শুক্রবার ভোরে এনজেপি পৌঁছবে।

৩. নাগেরকয়েল-নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস: উত্তরবঙ্গের যাত্রীদের জন্য এটি দ্বিতীয় উপহার। প্রতি বুধবার বিকেল ৪টে ৪৫ মিনিটে এনজেপি থেকে ছেড়ে শুক্রবার রাত ১১টায় নাগেরকয়েল পৌঁছবে। ফিরতি পথে রবিবার রাত ১১টায় নাগেরকয়েল থেকে ছেড়ে বুধবার ভোর ৫টায় এনজেপি আসবে।

কেন বিশেষ এই ট্রেন? অমৃত ভারত এক্সপ্রেস মূলত সাধারণ মানুষের ট্রেন। এটি একটি সম্পূর্ণ নন-এসি ট্রেন, যার জেরে ভাড়ায় পাওয়া যাবে বিপুল স্বস্তি। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কথা মাথায় রেখেই উন্নত মানের আসন ও আধুনিক প্রযুক্তিতে এই ট্রেন তৈরি করা হয়েছে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে এই ট্রেনগুলির উদ্বোধন করতে পারেন বলে জল্পনা তুঙ্গে। যদিও রেলের তরফে আনুষ্ঠানিক দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy