ভোটার তালিকা সংশোধন ও এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে এবার রণংদেহি মেজাজে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর-এর শুনানি পর্ব, আর সেখানেই ডাক পেয়েছেন খোদ সাংসদের দুই পুত্র, মা এবং বোন। নিজের পরিবারের সদস্যদের এভাবে শুনানিতে তলব করায় ক্ষোভে ফেটে পড়েছেন চারবারের এই প্রবীণ সাংসদ। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কাকলি ঘোষ দস্তিদার বলেন, “খসড়া তালিকা পরীক্ষা করতে গিয়ে দেখি আমার দুই ছেলের নাম সেখানে নেই। উল্টে তাদের হিয়ারিং বা শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। আমার স্বামী প্রাক্তন মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার, আমি নিজে চারবারের সাংসদ এবং আমার দুই ছেলেই সরকারি চাকুরিজীবী। আমরা সব নথি নিয়ে শুনানিতে যাব, কিন্তু প্রশ্ন হল এসআইআর প্রক্রিয়াটি ঠিক কীভাবে চলছে?”
সাংসদের দাবি, যদি একজন জনপ্রতিনিধির পরিবারের সদস্যদের এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তবে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয়। তাঁর মতে, প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ, যাঁদের প্রশাসনের সঙ্গে তেমন যোগাযোগ নেই, তাঁদের এই প্রক্রিয়ার নামে চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে। এমনকি তাঁর মা ও বোন অন্য বুথের ভোটার হওয়া সত্ত্বেও তাঁদের নামও তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকায় নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে সাংসদের এই আক্রমণ আগামী দিনে নির্বাচন কমিশন ও শাসক-বিরোধী সংঘাতকে আরও উসকে দেবে।