রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Special Intensive Revision) নিয়ে তৎপরতা শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল শুক্রবার রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলকে চিঠি দিয়েছেন। এই চিঠিতে প্রত্যেক রাজনৈতিক দলকে প্রতিটি জেলা ও বিধানসভায় বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই চিঠিতে রাজনৈতিক দলগুলোকে জানাতে বলা হয়েছে যে তারা কতজন করে বিএলএ নিয়োগ করছেন। স্পেশাল ইনটেনসিভ রিভিশন চলাকালীন ভোটার তালিকায় কোনো অস্বাভাবিকতা বা ত্রুটি থাকলে তা সহজে চিহ্নিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
মুখ্য নির্বাচনী আধিকারিকের বার্তা
চিঠি প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, “আমরা জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এই চিঠি প্রতিটি রাজনৈতিক দলকে দিচ্ছি। আমরা অনুরোধ করব যাতে প্রত্যেকটি রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে এই অনুরোধের উত্তর আমাদের দেয়।”
প্রশাসনের তৎপরতা
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলও (বুথ লেভেল অফিসার)-দের সম্পর্কে কিছু মন্তব্য করার পর থেকেই রাজ্যের নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচন কমিশন স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করতে চাইছে। রাজনৈতিক দলগুলো যত দ্রুত বিএলএ নিয়োগ করবে, তত দ্রুত ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা যাবে। এতে করে নির্বাচনের আগে ভোটার তালিকা সংক্রান্ত যেকোনো বিতর্ক এড়ানো সম্ভব হবে।