ভোটার তালিকা সংশোধনের পারিশ্রমিক নিয়ে অসন্তোষ, BLO-দের বকেয়া মেটাতে ৬১ কোটি টাকা ছাড়ল রাজ্য সরকার

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে যুক্ত বুথ লেভেল অফিসারদের (BLO) পারিশ্রমিক নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান হতে চলেছে। রাজ্য সরকার সময় মতো টাকা না দেওয়ায় নির্বাচন কমিশন এই কর্মীদের প্রাপ্য টাকা দিতে পারছিল না। গত সপ্তাহেই নবান্নকে দ্বিতীয়বার চিঠি পাঠিয়ে দ্রুত টাকা চেয়েছিল কমিশন।

নবান্ন সূত্রে খবর, সোমবার রাজ্য সরকার অবশেষে BLO-দের জন্য বরাদ্দ ৬১ কোটি টাকা ছেড়েছে।

প্রথম ধাপে কারা টাকা পাচ্ছেন?

নির্বাচন কমিশন সূত্রের খবর, রাজ্য সরকারের ছাড়া এই টাকা বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজে ব্যবহার করা হবে। প্রথম পর্বেই SIR-এর সঙ্গে যুক্ত প্রায় ৯৫ হাজার BLO-এর মধ্যে এই টাকা ভাগ করে দেওয়া হবে।

কমিশন সূত্রে আরও জানা গেছে, গত সপ্তাহ পর্যন্ত BLO-এর পারিশ্রমিক বাবদ রাজ্যের কাছে কমিশনের পাওনা ছিল প্রায় ৭০ কোটি টাকা। রাজ্যের অর্থ দফতর সেই টাকা আটকে রাখায় প্রায় ৮১ হাজার কর্মরত BLO-এর পারিশ্রমিক দিতে সমস্যা হচ্ছিল।

পারিশ্রমিক বৃদ্ধি এবং অসন্তোষ

জানা গেছে, বিশেষ ভাতা-সহ BLO-দের মোট ১৪ হাজার টাকা পাওয়ার কথা। অন্যদিকে, বিএলও সুপারভাইজ়ারদের ১৮ হাজার টাকা পাওয়ার কথা।

বিএলওদের একাংশের অভিযোগ ছিল, SIR-এর সময়ে ভোটারদের তথ্য পূরণ করতে গিয়ে তাঁদের মোবাইলের ডেটা খরচ হচ্ছে এবং অনেকে কাজ করার জন্য স্মার্ট ফোন কিনতে বাধ্য হয়েছেন। এই সমস্যাগুলি বিবেচনা করে কমিশনের তরফে অতিরিক্ত ছ’হাজার টাকা পারিশ্রমিক দেবে বলে জানানো হয়েছিল। যদিও প্রায় ৮১ হাজার BLO এখনও তাঁদের পারিশ্রমিক হাতে পাননি, যা নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। নবান্নের তরফে টাকা ছাড়ার পর সেই অসন্তোষ এবার মিটবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy