দেশের ৯টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পরীক্ষামূলকভাবে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের (SIR) কাজ। প্রথম দফায় শুধুমাত্র বিহারে এই শুদ্ধিকরণ চালানো হয়েছিল। তবে দ্বিতীয় দফায় একাধিক রাজ্যে এই কাজ শুরু হওয়ার পর থেকেই ‘আতঙ্কিত’ হয়ে ভোটারদের মৃত্যু এবং বিএলওদের আত্মহত্যার মতো ঘটনায় বিতর্কের জোয়ার এসেছে।এই সঙ্কটের মধ্যেই সোমবার কমিশন SIR প্রক্রিয়ার রাজ্যভিত্তিক কাজের খতিয়ান তুলে ধরেছে। ২৮ তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত হওয়া কাজের পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো:স্থানরাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলডিজিটাইজেশনের হারমোট ভোটার সংখ্যা (প্রায়)১লক্ষদ্বীপ১০০%৫৭ হাজার২গোয়া৯২%১১.৮৫ লক্ষ৩রাজস্থান৮৯%৫.৪৬ কোটির অধিক৪পশ্চিমবঙ্গ (বাংলা)৮৮%তথ্য নেই৫মধ্য প্রদেশ৮৬%৫.৭৪ কোটি৬পুদুচেরি৮৩%১০.২১ লক্ষ৭গুজরাট৮১%৫.০৮ কোটি৮ছত্তীসগঢ়৭৭%তথ্য নেই৯আন্দামান ও নিকোবর৭৬%তথ্য নেই১০তামিলনাড়ু৭৫%তথ্য নেইগুরুত্বপূর্ণ তথ্য:শীর্ষে লক্ষদ্বীপ: লক্ষদ্বীপে মোট ভোটারের সংখ্যা ৫৭ হাজার, যেখানে ১০০ শতাংশ ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন শুধু খসড়া তালিকা প্রকাশের অপেক্ষা।বাংলার অবস্থান: এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এখনও পর্যন্ত প্রায় ৮৮ শতাংশ SIR ফর্ম ডিজিটাইজড হয়েছে।সবচেয়ে নীচে: এই তালিকায় সবচেয়ে কম ডিজিটাইজেশনের কাজ হয়েছে কেরল (৬৪%) এবং উত্তর প্রদেশে (৫৫%)।কমিশনের প্রকাশিত এই তথ্য প্রমাণ করে যে, বিতর্ক এবং স্থানীয় সমস্যার মধ্যেই শুদ্ধিকরণের কাজ নিজের গতিতে এগিয়ে চলছে।
Home
OTHER NEWS
ভোটার তালিকা পরিমার্জন, লক্ষদ্বীপের কাজ ১০০% সম্পূর্ণ, বাংলা কতদূর এগোল? কমিশন প্রকাশ করল রিপোর্ট