ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াই কাল! ঠাকুরবাড়িতে শান্তনু-মমতাবালা অনুগামীদের রক্তক্ষয়ী লড়াই

খসড়া ভোটার তালিকা থেকে মতুয়াদের নাম বাদ পড়া এবং শান্তনু ঠাকুরের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর। অভিযোগ, তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের নেতৃত্বে একদল মতুয়া শান্তনু ঠাকুরের কাছে জবাব চাইতে গেলে তাঁদের ওপর চড়াও হয় বিজেপি সাংসদের অনুগামীরা। মমতাবালার দাবি, শান্তনু ঠাকুর নিজে বলেছিলেন যে ‘অনুপ্রবেশকারীদের আটকাতে ১ লক্ষ মতুয়ার ভোট কাটা গেলেও কিছু যায় আসে না’। এই মন্তব্যের প্রতিবাদ জানাতে গিয়েই সাধু-গোঁসাইদের মার খেতে হয়েছে।

অন্যদিকে, শান্তনু ঠাকুর পাল্টা অভিযোগ তুলেছেন যে মমতাবালা ঠাকুরের ‘হুলিগান’ বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়ির সামনে গালিগালাজ ও হামলা করতে এসেছিল। শান্তনু বলেন, “মমতাবালাকে এত সাহস কে দিল যে তিনি বাড়ির সামনে এসে গুন্ডারাজ করবেন? আমি আইনি পথে যাব।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ভার্চুয়াল ভাষণে মতুয়াদের প্রসঙ্গের অনুপস্থিতি এবং সিএএ কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগ—সব মিলিয়ে এই মুহূর্তে ঠাকুরবাড়ি চত্বরে বারুদ ঠাসা পরিস্থিতি তৈরি হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy