ভোটার তালিকায় ‘পাকিস্তানি’ নাগরিক! নৈহাটিতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস অর্জুন সিংয়ের, দায় চাপালেন তৃণমূল বিধায়ক

রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি প্রথম থেকেই বিহারের ধাঁচে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার নিবিড় সমীক্ষা (SIR) করার পক্ষে সওয়াল করে আসছে। বিধানসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই এই দাবি জোরালো হচ্ছে। এই আবহে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি অভিযোগ করেছেন, নৈহাটি বিধানসভার ভোটার তালিকায় পাকিস্তানের করাচির নাগরিকের নাম রয়েছে!

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অর্জুন সিংয়ের এই দাবিকে কার্যত সমর্থন করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক সনৎ দে, যদিও তিনি এই দায় জাতীয় নির্বাচন কমিশনের ওপর চাপিয়েছেন।

করাচির নাগরিক ভারতীয় ভোটার!
অর্জুন সিংয়ের দাবি অনুযায়ী,

নাগরিকের পরিচয়: ওই পাকিস্তানি নাগরিকের নাম সালেয়া ইমরান। তাঁর স্ত্রী সালোয়া খাতুনও পাকিস্তানের নাগরিক।

ভোটার লিস্টের নাম: নৈহাটি বিধানসভার ভোটার তালিকায় স্বামীর নাম রয়েছে মহম্মদ ইমরান।

ঠিকানা: নৈহাটির ঘোষপাড়া নেলে অবস্থিত ২৩ নং A.T GHOSH লেনে ওই পরিবারের নাম রয়েছে ভোটার লিস্টের ১১৫ নম্বর পার্টে।

অর্জুন সিং আরও দাবি করেছেন, সালোয়া পরিবার পাকিস্তানের নাগরিক এবং তাঁদের মেয়েরও সেই দেশের পাসপোর্ট রয়েছে। যদিও ওই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পাকিস্তান তাদের পাসপোর্ট ও ভিসা বাতিল করে দিয়েছে। ইডি-র জেরায় সালোয়া স্বীকার করেছেন, তিনি পাকিস্তানের বাসিন্দা। কর্মসূত্রে দুবাই থাকা এক ব্যক্তির সঙ্গে ২৫ বছর আগে তাঁর বিয়ে হয়, তারপরই তাঁরা কাজের জন্য এ রাজ্যে আসেন।

দায় নির্বাচন কমিশনের: মানলেন তৃণমূল বিধায়কও
বিজেপি নেতা অর্জুন সিংয়ের করাচির নাগরিকের ভারতীয় ভোটার লিস্টে নাম থাকার বিষয়টি সামনে আসার পর স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক সনৎ দে কার্যত তা স্বীকার করে নেন।

বিধায়কের বক্তব্য: সনৎ দে বলেন, “গোটা পরিবারই পাকিস্তানের নাগরিক। তবে এই দায় রাজ্য সরকারের নয়।”

দায় চাপালেন কমিশনে: তিনি স্পষ্ট জানান, ভোটার কার্ড বা ভোটার তালিকায় নাম তোলার বিষয়টি পুরোপুরি জাতীয় নির্বাচন কমিশন দেখে। তাই এই ত্রুটির দায় নির্বাচন কমিশনেরই, রাজ্যের নয়।

আগমনের সময়: তিনি আরও জানান, এই পরিবার ১৯৯১ সালে করাচি থেকে এখানে এসেছে।

এই ঘটনা সামনে আসায় রাজ্যে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠল। বিধানসভা ভোটের আগে এই ইস্যু আরও বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দেবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy