ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ চলাকালীন রাজ্যের বুথ-স্তরের আধিকারিকদের (BLO) কার্যত কড়া হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, SIR কাজে নিয়োজিত কোনও BLO-এর ইচ্ছাকৃত ভুল নজরে এলেই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কমিশন।
এই কঠোর পদক্ষেপের কারণ হল বিতর্কিত ‘জিরো ডেটা বুথ’ রিপোর্ট। প্রাথমিকভাবে প্রায় ২,২০৮টি বুথে ১০০ শতাংশ গণনা ফর্ম ফেরত এসেছিল, যার অর্থ গত এক বছরে ওই বুথগুলিতে কোনো মৃত, অনুপস্থিত বা স্থানান্তরিত ভোটার নেই। কমিশনের হস্তক্ষেপের পর এই সংখ্যাটি প্রথম ধাপে ৪৪০, দ্বিতীয় ধাপে ২৯ এবং শেষ পর্যন্ত মাত্র সাতটিতে নেমে এসেছে। এই বিশাল ফারাকই কমিশনের সন্দেহের কারণ।
SIR নিয়ে বিজেপি-সহ বিরোধীরা যখন BLO-দের বিরুদ্ধে সরব, তখন তৃণমূলপন্থী BLO-রা পাল্টা কমিশনের বিরুদ্ধে পথে নেমেছেন। এই পরিস্থিতিতে BLO-দের ওপর চাপ বাড়াল কমিশন। মনোজ আগরওয়াল নির্দেশ দিয়েছেন, সকল মৃত, অনুপস্থিত বা ডুপ্লিকেট ভোটারের নাম ১১ ডিসেম্বরের প্রথম ধাপের আগে মুছে ফেলা হয়েছে কি না, তা BLO-দের অবশ্যই নিশ্চিত করতে হবে। কোনো গলদ ধরা পড়লে কমিশন আইনি ব্যবস্থার পথেই হাঁটবে।
৪ ডিসেম্বর থেকে SIR-এর প্রথম ধাপের শেষ তারিখ বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। মনোজ আগরওয়াল BLO-দের উদ্দেশে বলেন, “নির্বাচন কমিশন প্রতিটি যোগ্য ভোটারের নাম রাখার এবং প্রতিটি অযোগ্য ভোটারকে মুছে ফেলার লক্ষ্যে প্রতি মৃত, অনুপস্থিত বা ডুপ্লিকেট ভোটারের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা নিশ্চিত করুন। অসাবধানতাবশত বা কোনও ভুল এক্ষেত্রে বরদাস্ত হবে না।”
সিইও-র দফতর থেকে জানানো হয়েছে, এই সংশোধিত সংখ্যাটি (৭) এসেছে জেলাগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে পুনরায় পরীক্ষার নির্দেশ দেওয়ার পরেই। সিইও তাঁর বার্তায় BLO-দের মনে করিয়ে দিয়েছেন যে, তাঁরা SIR অনুশীলনের জন্য কমিশনের ডেপুটেশনে আছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করার কাজের জন্য তাঁদেরকেই এক্ষেত্রে দায়ী করা হবে।