ভেজা শরীরে বোল্ড ফটোশ্যুট, ‘আন্টি’ তকমা জুটল পায়েলের! ট্রোলের শিকার দেব-অঙ্কুশের নায়িকা

একসময় ‘আই লাভ ইউ’, ‘বোঝে না সে বোঝে না’ বা ‘লে ছক্কা’-র মতো সুপারহিট ছবিতে পায়েল সরকারের (Paayel Sarkar) সাদামাটা অথচ আকর্ষণীয় লুকস দর্শকদের মন জয় করত। তাঁর অভিনয়ও ছিল প্রশংসিত। তবে বর্তমানে তাঁকে বড়পর্দায় সেভাবে দেখা না গেলেও, সোশ্যাল মিডিয়ায় তিনি ভীষণ অ্যাক্টিভ। নিয়মিত ফটোশ্যুট ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন পায়েল।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই জুটল ‘আন্টি’ তকমা এবং একাধিক কটাক্ষ। ভিডিওটিতে পায়েলকে দেখা যাচ্ছে আবেদনময়ী ভঙ্গিমায় খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে পোজ দিতে। শরীর ছিল ভেজা, আর সেই বোল্ড লুকে নেটদুনিয়ায় ঘুম উড়ে গেলেও, নেটিজেনের একাংশের কাছে তাঁকে এই লুকসে মোটেও ভালো লাগেনি।

দেবের নায়িকাকে ‘রাখি সাওয়ান্ত’ কটাক্ষ: বোল্ড লুকের জন্য ট্রোলিংয়ের শিকার হন দেব এবং অঙ্কুশের এই নায়িকা। কেউ কটাক্ষ করে লেখেন, “বুড়ি হয়ে গেছেন এবার আর এইসব মানায় না।” আবার কেউ লেখেন, “কলকাতার রাখি সাওয়ান্ত লাগছে পুরো।” কেউ কেউ সরাসরি ‘আন্টি’ বা ‘বুড়ি’ বলে মন্তব্য করেছেন। যদিও এইসব ট্রোল বা কটাক্ষের পাল্টা কোনও জবাব দিতে দেখা যায়নি পায়েল সরকারকে।

কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের বিতর্ক: প্রসঙ্গত, ‘আই লাভ ইউ’ থেকে শুরু করে ‘প্রেম আমার’, ‘লে হালুয়া’—পায়েল সরকারের ঝুলিতে বাংলা বাণিজ্যিক ছবির তালিকা বেশ দীর্ঘ। তিনি ইন্ডাস্ট্রিতে কোনো স্টারকিড নন। পারিবারিক সূত্রে না এসেও নিজেকে প্রমাণ করার চাপ তাঁর ওপর বরাবরই ছিল। তিনি ওয়েব সিরিজেও ডেবিউ করে ফেলেছেন।

পায়েল সম্প্রতি টলিউডের কাস্টিং কাউচ নিয়ে সরব হয়ে একটি পডকাস্টে তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা জানান। তাঁর ব্যক্তিগত জীবনও কম চর্চিত নয়। একটা সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তবে ‘বোঝে না সে বোঝে না’ ছবির পর সেই সম্পর্কে ইতি পড়ে। রাজের পর আরও একজনের সঙ্গে সম্পর্কে জড়ালেও, সেই সম্পর্কও টেকেনি। আপাতত সিঙ্গলই রয়েছেন এই টলিউড অভিনেত্রী।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy