এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলার সালার এলাকা। মঙ্গলবার সকালে লাইব্রেরি পাড়া এলাকায় এক ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সামান্য চা চাওয়ার অপরাধে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। এই নৃশংস কাণ্ড ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতে।
জানা গিয়েছে, মৃতের নাম ফিরোজ সেখ। মঙ্গলবার সকালে তিনি সালার থানার অন্তর্গত লাইব্রেরি পাড়া এলাকায় এক ব্যক্তির কাছে চা খেতে চেয়েছিলেন। আর তাতেই ঘটে চরম বিপত্তি। অভিযোগ, সেই সময় তাঁকে নির্মমভাবে মারধর করা হয়।
সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে নির্মমতা
সূত্রের খবর অনুযায়ী, মারধরের পরেই ফিরোজ সেখ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, নির্মম মারধরের এই গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফলে অভিযোগের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই।
খবর পেয়ে সালার থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিক পর্যায়ে পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মামলা (Unnatural Death Case) রুজু করেছে।
সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ বাবলু মিঞা নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সামান্য একটি চায়ের আবদারে এমন মর্মান্তিক মৃত্যুতে স্তম্ভিত মুর্শিদাবাদের স্থানীয় বাসিন্দারা।