‘ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো’! বিহার নির্বাচনের আগে তোলপাড়, লালু-পুত্রের শেয়ার করা ক্লিপ নিয়ে যা বললেন মনোজ বাজপেয়ী

আসন্ন বিহার নির্বাচনকে কেন্দ্র করে এবার রাজনীতির ময়দানে নাম জড়িয়ে গেল পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত অভিনেতা মনোজ বাজপেয়ীর। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তেজস্বী যাদবের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডল থেকে শেয়ার করা একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরই বিতর্কের সৃষ্টি হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছিল, বিহারের ভূমিপুত্র মনোজ বাজপেয়ী আরজেডি-কে সমর্থন জানাচ্ছেন।

কিন্তু সত্যিই কি লালু প্রসাদ যাদবের দলকে সমর্থন করছেন এই অভিনেতা?

‘বিকৃত’ ভিডিও নিয়ে মনোজের কড়া জবাব
বিতর্ক শুরু হতেই মনোজ বাজপেয়ী সমাজমাধ্যম এক্স-এ সরাসরি জবাব দেন। কোনো দলের নাম না করেই তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এই ভিডিওটি ‘সর্বৈব মিথ্যা’। ক্ষোভ উগরে দিয়ে অভিনেতা জানান, ভিডিওটি একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য তৈরি করা তাঁর একটি বিজ্ঞাপনের অংশ কেটে নিয়ে বিকৃত করা হয়েছে।

এনডিএ জোটের অভিযোগ, আরজেডি-র আইটি সেলের তরফেই এই ভিডিওটি তৈরি করা হয়েছিল। তেজস্বী যাদব তাঁর এক্স হ্যান্ডল থেকে শেয়ার করার পর তা দ্রুত ভাইরাল হয়। বিতর্কের মুখে অবশ্য পোস্টটি পরে মুছে দেওয়া হয়েছে।

মনোজ বাজপেয়ী কড়া ভাষায় লেখা একটি পোস্টে সাধারণ মানুষের কাছে এই ধরনের ‘বিভ্রান্তিকর’ ও ‘বিকৃত’ ভিডিও ছড়ানো বন্ধ করার আবেদন জানান।

তাঁর এক্স হ্যান্ডলের বার্তা:

“আমি সবাইকে জানাতে চাই যে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ বা আনুগত্য নেই। যে ভিডিওটি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো। প্রাইম ভিডিয়োর জন্য করা আমার একটি বিজ্ঞাপনের অংশ কেটে নিয়ে তৈরি করা হয়েছে ক্লিপটি। যাঁরা এটি শেয়ার করছেন, তাঁদের কাছে আমার বিনীত অনুরোধ, এই ধরনের বিকৃত বিষয় ছড়ানো বন্ধ করুন। সাধারণ মানুষকেও অনুরোধ করব, এমন বিভ্রান্তিকর ভিডিওকে প্রশ্রয় দেবেন না।”

লালু-মনোজের ঘনিষ্ঠতা: জল্পনা এই প্রথম নয়
যদিও মনোজ বাজপেয়ী রাজনীতিতে যোগ দেওয়ার কথা অস্বীকার করেছেন, তবুও আরজেডি বা লালুপ্রসাদ যাদবের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা এই প্রথম নয়।

২০২২ সালে রাষ্ট্রীয় জনতা দলের তৎকালীন সভাপতি লালুপ্রসাদ যাদবের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছিলেন মনোজ। সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপনের পর লালুর সঙ্গে অভিনেতার বৈঠকের ছবি স্বয়ং তেজস্বী যাদব সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন। একটি ছবিতে অভিনেতাকে হাতজোড় করে লালুপ্রসাদকে প্রণাম জানাতেও দেখা যায়।

তবে সেই সময়ও মনোজ স্পষ্ট জানিয়েছিলেন, “আমি ২০০ শতাংশ নিশ্চিত যে আমি রাজনীতিতে যাচ্ছি না। আমি অভিনেতা, রাজনীতিতে যোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।” নির্বাচনের আগে বিকৃত ভিডিও ছড়ানোর এই ঘটনা সেই পুরোনো জল্পনাকেই আবার নতুন করে উস্কে দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy