কাশ্মীরের পাহেলগাঁও আক্রমণের পর ভারত-পাকিস্তান সম্পর্ক এমনিতেই বেশ উত্তপ্ত। এর মধ্যেই ক্রীড়াপ্রেমীদের জন্য এল এক দারুণ খবর! আগামী ১৬ আগস্ট পোল্যান্ডের সিলেসিয়া ডায়মন্ড লিগে (Silesia Diamond League) আবারও মুখোমুখি হতে চলেছেন ভারতের অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এবং পাকিস্তানের আরশাদ নাদিম (Arshad Nadeem)। ভারত-পাক এই হাই-ভোল্টেজ দ্বৈরথ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা।
এর আগে ভারতে আয়োজিত নীরজ চোপড়া ক্লাসিক টুর্নামেন্টেই এই দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে পাহেলগাঁও হামলার কারণে সেই টুর্নামেন্ট স্থগিত হয়ে যায় এবং আরশাদ নাদিম তার নাম প্রত্যাহার করে নেন। ফলে দেশের মাটিতে ভারত-পাক দ্বৈরথ দেখার সুযোগ হাতছাড়া হয়।
২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে এই দুই অ্যাথলিট শেষবার মুখোমুখি হয়েছিলেন, যেখানে শেষ হাসি হেসেছিলেন আরশাদ নাদিম। তিনি ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন এবং নীরজকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার পোল্যান্ডে সিলেসিয়া ডায়মন্ড লিগে নীরজের সামনে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ।
প্যারিস অলিম্পিকের পর থেকেই নীরজ কঠোর অনুশীলন করছেন এবং তার ফলও হাতেনাতে পাচ্ছেন। সম্প্রতি তিনি ৯০ মিটারের গণ্ডি টপকে প্যারিস ডায়মন্ড লিগ জিতেছেন। এছাড়া, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত নীরজ চোপড়া ক্লাসিক টুর্নামেন্টেও তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। তাই আরশাদকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত।
সিলেসিয়া ডায়মন্ড লিগ টুর্নামেন্টের আয়োজকরা এই দ্বৈরথের খবর নিশ্চিত করেছেন। শনিবার এক বিবৃতিতে তারা বলেছেন, “নীরজ চোপড়া এবং আরশাদ নাদিম এই টুর্নামেন্টে মুখোমুখি হবেন। প্যারিস অলিম্পিক্সের পর ভারত-পাক দ্বৈরথ দেখার জন্য পোলিশ ক্রীড়াপ্রেমীরা অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন। ইউরোপিয়ান সার্কিটে খুব একটা দেখা যায় না আরশাদকে। তবে ১৬ অগস্ট নীরজের বিরুদ্ধে এই মেগা ম্যাচে নামবেন তিনি।”
বর্তমানে নীরজ বিশ্ব চ্যাম্পিয়ন এবং আরশাদ অলিম্পিক্সে সোনাজয়ী। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই ভারত-পাক জ্যাভলিন দ্বৈরথ নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চরমে। কে জেতে এই লড়াই, তার জন্যই এখন অপেক্ষা!