“ভারত দ্রুত তৃতীয় বৃহত্তম অর্থনীতি…”-ট্রাম্পের ‘মৃত অর্থনীতি’ মন্তব্যের জবাব দিলেন মোদী

বিশ্ব মঞ্চে ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। এই মন্তব্যকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ভারতের অর্থনীতি মৃত’ মন্তব্যের প্রচ্ছন্ন জবাব হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভারতের অর্থনীতিকে ‘মৃত’ আখ্যা দিয়েছিলেন, বিশেষ করে রাশিয়া থেকে ভারতের তেল ও অস্ত্র কেনার সিদ্ধান্তের প্রেক্ষিতে। যদিও মোদী তার বক্তব্যে ট্রাম্পের নাম উল্লেখ করেননি, তবে তার দাবিকে সোজাসুজি খারিজ করে দিয়ে বলেন, “ভারতের অর্থনীতি সঠিক পথেই এগোচ্ছে।”

বর্তমানে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জোর দেন ভারতের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষার ওপর। তিনি বলেন, “ভারতকে তার অর্থনৈতিক স্বার্থের ব্যাপারে সজাগ থাকতে হবে।” একই সঙ্গে তিনি ‘স্বদেশী’ জিনিসপত্র ব্যবহারে গুরুত্ব দেন এবং ভারতীয়দের তৈরি জিনিস ব্যবহারের আহ্বান জানান, যার জন্য ‘লোকালের জন্য ভোকাল’ হওয়ার কথা বলেন।

আন্তর্জাতিক নীতি প্রসঙ্গে মোদী স্পষ্ট করেন, “বিশ্বের এই অস্থির পরিস্থিতিতে দেশের স্বার্থ রক্ষার্থে যা করার তাই করছে কেন্দ্র।” তিনি আরও যোগ করেন, “প্রত্যেকটা দেশ নিজেদের স্বার্থ নিয়ে চলছে। ভারত এবার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হতে চলেছে। ফলে আমাদেরও সতর্ক থাকতে হবে। আর তা যদি ভারতের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে জড়িত হয় তবে তো আরও সজাগ থাকতে হবে।”

এই সুযোগে প্রধানমন্ত্রী কংগ্রেসকেও বিঁধতে ছাড়েননি। তিনি বলেন, “দলমত নির্বিশেষে যারা সত্যিই চান ভারত বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করুক, তারা এই সময় নিজেদের ক্ষুদ্র স্বার্থ সরিয়ে রেখে স্বদেশী জিনিসপত্র ব্যবহারে জোর দিক। সেটা যে কোনও রাজনৈতিক আদর্শের দেশই হোক না কেন।” প্রধানমন্ত্রীর এই মন্তব্য বিরোধীদের প্রতি তার এক ধরণের বার্তা বলেই মনে করা হচ্ছে।

সামগ্রিকভাবে, প্রধানমন্ত্রীর এই বক্তব্য একদিকে যেমন দেশের অর্থনৈতিক ভবিষৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে, তেমনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের স্বাধীন অবস্থান এবং অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধীদের প্রতি তার কৌশলী আক্রমণকেও স্পষ্ট করে তোলে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy