আমেরিকা এবার শুধু প্রতিপক্ষ নয়, বন্ধু দেশগুলোর ওপরও শুল্কের বোঝা চাপিয়ে দিল। আগামী ৭ আগস্ট থেকে কার্যকর হতে চলা এক নতুন প্রশাসনিক কার্যনির্বাহী নির্দেশপত্রে কিছু দেশের জন্য শুল্ক ১০% থেকে বাড়িয়ে ৪১% পর্যন্ত করা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক বাণিজ্য মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নির্দেশপত্রে ট্রাম্প উল্লেখ করেছেন, দেশের বাণিজ্য ঘাটতি মেটাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১ আগস্টকে ‘ট্রেড ডেডলাইন’ হিসেবে ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নতুন নির্দেশ জারি করেন এবং ডেডলাইনের সময়সীমা ৭ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেন।
কোন কোন দেশ প্রভাবিত?
এই নতুন শুল্ক নীতির ফলে বেশ কিছু দেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে। বিশেষ করে ব্রাজিল, সিরিয়া, সুইৎজারল্যান্ড এবং মায়ানমারের মতো দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সিরিয়ার ওপর শুল্ক সর্বোচ্চ ৪১% এবং সুইৎজারল্যান্ডের ওপর ৩৯% করা হয়েছে। অন্যদিকে, মায়ানমারের জন্য শুল্কের হার ৪০% এবং ভারতের জন্য ২৫% ধার্য করা হয়েছে। এমনকি বন্ধু দেশ যুক্তরাজ্য, জাপান এবং দক্ষিণ কোরিয়ার ওপরও যথাক্রমে ১০% ও ১৫% শুল্ক আরোপ করা হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, গত ২ এপ্রিল থেকে কার্যকর হওয়া ১০% “সর্বজনীন” শুল্ক বহাল থাকবে, তবে নির্দিষ্ট কিছু দেশের জন্য নতুন হার প্রযোজ্য হবে। ট্রাম্পের এই অপ্রত্যাশিত পদক্ষেপ বিশ্ব অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।