ভারতে তখন বিকেল, অন্য এক দেশে বাজবে রাত ১২টা! জানেন বিশ্বের কোথায় প্রথম শুরু হয় বর্ষবরণ?

ঘড়ির কাঁটা এগোচ্ছে দ্রুত। মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই বিশ্বজুড়ে শুরু হবে ২০২৬ সালকে স্বাগত জানানোর মহোৎসব। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর মানচিত্রে কোন দেশ প্রথম নতুন বছরের সূর্য দেখে? আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line) এবং সময়ের পার্থক্যের কারণে বিশ্বের প্রতিটি দেশ একই সময়ে নববর্ষ পালন করে না।

বিশ্বে সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতি। এটি ‘কিরিটিমাটি’ বা ক্রিসমাস দ্বীপ নামেও পরিচিত। আন্তর্জাতিক সময় রেখার একেবারে পূর্বে অবস্থিত হওয়ায় এই দেশেই প্রথম ক্যালেন্ডার বদলে যায়। ভারতীয় সময় অনুযায়ী, যখন ভারতে বিকেল সাড়ে ৩টে বাজে, কিরিবাতিতে তখন রাত ১২টা অর্থাৎ নতুন বছরের শুরু। ১৯৯৫ সালে কিরিবাতি সরকার তাদের দ্বীপপুঞ্জের সময় সারণীকে নতুন করে সাজানোর পর থেকেই তারা বিশ্বের প্রথম নববর্ষ উদযাপনকারী দেশে পরিণত হয়েছে।

কিরিবাতির ঠিক পরেই নতুন বছরকে বরণ করে নেয় সামোয়া এবং টোঙ্গা। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াও তালিকার প্রথম সারিতেই থাকে। কিরিবাতির স্থানীয় গিলবার্তিজ ভাষায় দেশটিকে ‘কিরিবাস’ বলা হয়। ১৯৭৯ সালে ব্রিটেনের থেকে স্বাধীনতা পাওয়া এই দেশ এখন বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।

কখন কোথায় শুরু ২০২৬? (ভারতীয় সময় অনুযায়ী):

কিরিবাতি: ৩১ ডিসেম্বর বিকেল ৩:৩০ মিনিটে।

সামোয়া ও টোঙ্গা: ৩১ ডিসেম্বর বিকেল ৪:৩০ মিনিটে।

নিউজিল্যান্ড: ৩১ ডিসেম্বর বিকেল ৪:৪৫ মিনিটে।

ফিজি ও রাশিয়া (পূর্বাঞ্চল): ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৫:৩০ মিনিটে।

অস্ট্রেলিয়া (সিডনি): ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬:৩০ মিনিটে।

ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যের গতিপথ অনুসরণ করে পূর্ব থেকে পশ্চিমে একে একে বর্ষবরণের আলো ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy