মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে বিশ্ব মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতকে একটি ‘মহান দেশ’ বলে অভিহিত করে বলেন, তাঁর এক ‘খুব ভালো বন্ধু’ সেখানে নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি ‘অসাধারণ কাজ করেছেন’।
সম্মেলনে আঞ্চলিক শান্তি এবং ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও মন্তব্য করেন ট্রাম্প।
ভারত-পাকিস্তান প্রসঙ্গে ট্রাম্পের ‘মজার ছলে’ মন্তব্য
ভারত এবং পাকিস্তান ‘খুব ভালোভাবে একসঙ্গে থাকবে’ বলে বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর এই মন্তব্যের সময় এক মজার পরিস্থিতি তৈরি হয়। ট্রাম্প যখন এই কথা বলছিলেন, ঠিক তাঁর পিছনেই দাঁড়িয়ে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ট্রাম্প কথাটি বলেই পিছন ঘুরে শাহবাজ শরিফের দিকে তাকিয়ে হাসিমুখে সম্মতির ইঙ্গিত চান, যা দেখে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।
ট্রাম্প বলেন, “আমি মনে করি ভারত ও পাকিস্তান খুব ভালোভাবে একসঙ্গে থাকবে।” এরপর পাকিস্তানের সামরিক নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, “আঞ্চলিক শান্তি নির্ভর করে ভালো বন্ধুদের সঠিক পদক্ষেপের ওপর।” শাহবাজ শরিফকে উদ্দেশ করে ট্রাম্প মজার ছলে আরও বলেন, “উনি নিশ্চয়ই এটা বাস্তবায়নে সাহায্য করবেন, তাই না?”
ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা শাহবাজের মুখেও
শাহবাজ শরিফও তাঁর বক্তৃতায় ট্রাম্পের প্রশংসা করেন। তিনি বলেন, “যদি এই ভদ্রলোক না থাকতেন, কে জানে কী হত। ভারত ও পাকিস্তান উভয়েই পারমাণবিক শক্তিধর দেশ। তাঁর চার দিনের উদ্যোগেই সম্ভাব্য যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে। নইলে ইতিহাসই হয়তো হারিয়ে যেত।”
উল্লেখ্য, এর আগের দিন ট্রাম্প ইজরায়েলের কনেসেটে ভাষণ দিয়ে দাবি করেন, তিনি ‘আটটি বড় সংঘাত’ রুখতে সাহায্য করেছেন, যার মধ্যে ভারত-পাকিস্তান সংঘাত অন্যতম। এর আগে গত ১০ মে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান ‘সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে, যদিও ভারত সেই সময় জানায় যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছিল দুই দেশের সামরিক কর্তৃপক্ষের সরাসরি আলোচনার মাধ্যমে।
ট্রাম্পের সঙ্গে প্রথম ভারতীয় মন্ত্রী
গাজা শান্তি সম্মেলনে ভারত সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ দূত হিসেবে অংশ নেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তিনি ‘অপারেশন সিঁদুরের’ পর ট্রাম্পের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করা প্রথম ভারতীয় মন্ত্রী।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গাজায় যুদ্ধবিরতি আনতে ট্রাম্পের ‘অটল নেতৃত্ব’-এর প্রশংসা করেছেন। পাশাপাশি হামাসের হাতে আটক থাকা ২০ জন বন্দির মুক্তিকেও তিনি ‘মানবতার জয়’ বলে অভিহিত করেন।