ভারতের সঙ্গে কি আর শত্রুতা নয়? বাংলাদেশের ইউনূসের বড় চালে ঘুরছে পাশা!

সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে মরিয়া ঢাকার অন্তর্বর্তী প্রশাসন। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার স্পষ্ট জানিয়েছেন, ভারতের মতো বড় প্রতিবেশীর সঙ্গে কোনো ধরনের তিক্ততা চায় না বাংলাদেশ। বরং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।

সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে ভারতবিরোধী বক্তব্য শোনা গেলেও, অন্তর্বর্তী প্রশাসন সেই পথে হাঁটতে নারাজ। সালেহউদ্দিন আহমেদের মতে, রাজনৈতিক বাগাড়ম্বর আর রাষ্ট্রীয় কূটনীতি এক নয়।

অর্থনৈতিক সহযোগিতার প্রমাণ হিসেবে তিনি জানান, ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতেও কোনো বাধা থাকবে না। কোনো তৃতীয় পক্ষের উস্কানিতে পা না দিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে ভারতবিরোধী বিক্ষোভ এবং ভিসা পরিষেবা স্থগিত হওয়ার জেরে দুই দেশের সম্পর্কে মেঘ জমেছিল। সেই মেঘ কাটাতে এবং ভুল বোঝাবুঝি দূর করতেই ইউনূস প্রশাসনের এই নরম অবস্থান বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy