ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্নে আবারও সামনে এল গুপ্তচরবৃত্তির চাঞ্চল্যকর ঘটনা। হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর এবার পাঞ্জাব থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে জসবীর সিং নামে এক ব্যক্তিকে। ‘জন মহল’ নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করা জসবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি এই চ্যানেলের আড়ালে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিলেন।
পাঞ্জাবের ডিজিপি গৌরব যাদব নিজের সোশ্যাল হ্যান্ডেলে জসবীর সিংয়ের গ্রেফতারির খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব জসবীর সিংয়ের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পাকিস্তানের সঙ্গে যোগাযোগের প্রমাণ
জানা যাচ্ছে, দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের অফিসার দানিশের আমন্ত্রণে জসবীর সিং পাকিস্তান জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি একাধিক পাকিস্তানি ভ্লগার এবং অফিসারের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ২০২০, ২০২১ এবং ২০২৪ সালে ক্রমাগত জসবীর সিং পাকিস্তানে যান বলে গোয়েন্দা সূত্রে খবর।
পুলিশের তদন্তে আরও উঠে এসেছে যে, জসবীর সিং পাকিস্তানের একাধিক নম্বরে নিয়মিত ফোন, মেসেজ এবং অন্যান্য মাধ্যমে যোগাযোগ বজায় রাখতেন। এই সমস্ত যোগাযোগের প্রমাণ মিলেছে। ফলে, জসবীর সিংয়ের সমস্ত ইলেকট্রনিক ডিভাইস ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জ্যোতি মালহোত্রা এবং জাট রনধাওয়ার যোগসূত্র
প্রসঙ্গত, সম্প্রতি গ্রেফতার হওয়া হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার ফোনে ‘জাট রনধাওয়া’ নামে এক পাকিস্তানি গুপ্তচরের নম্বর সেভ করা ছিল। তদন্তে জানা গেছে, জসবীর সিংও এই জাট রনধাওয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। জ্যোতি মালহোত্রা গ্রেফতার হওয়ার পরই জসবীর সিং সজাগ হয়ে ওঠেন। তিনি দ্রুত নিজের ফোন থেকে সমস্ত পাকিস্তানি নম্বর এবং পাকিস্তানি ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে যোগাযোগের যাবতীয় তথ্য মুছে ফেলার চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি। গোয়েন্দা সংস্থাগুলির তৎপরতায় তাকে পাকড়াও করা হয়েছে।
মামলা দায়ের ও তদন্ত শুরু
জসবীর সিংয়ের বিরুদ্ধে মোহালি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই জসবীর সিংয়ের সঙ্গে আর কার কার যোগাযোগ ছিল, সে বিষয়ে জোরদার তদন্ত শুরু করেছে। দেশের নিরাপত্তার জন্য এটি একটি গুরুতর বিষয় বলে মনে করা হচ্ছে এবং এই মামলার মাধ্যমে আরও বড় কোনো গুপ্তচর চক্রের পর্দা ফাঁস হতে পারে বলে অনুমান করা হচ্ছে।