“ভারতের অগ্রগতি রুখতে পারবে না দুনিয়ার কোনও শক্তি”-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতের ধারাবাহিক অগ্রগতি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘ভারত যে গতিতে এগিয়ে চলেছে, তা কিছু মানুষের ভালো লাগছে না। আমরা এখন সবার বস।’ তার কথায়, ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাব কিছু মহলকে চিন্তিত করছে, যার ফলে দেশের অগ্রগতিতে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ভারতের পণ্য আন্তর্জাতিক বাজারে যাতে দামি হয়ে যায়, সে জন্য এক শ্রেণির মানুষ চেষ্টা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য হলো, বিদেশি ক্রেতারা যেন ভারতের জিনিসপত্র কিনতে নিরুৎসাহিত হয়। তিনি বলেন, ‘অনেকে চেষ্টা করছে, ভারতের জিনিস অন্য দেশে গেলে সেগুলি দামি হয়ে যাক। যাতে অন্য দেশের লোকেরা সেটা না কেনে।’

তবে প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, ভারতের এই অগ্রগতি ঠেকিয়ে রাখা সম্ভব নয়। তিনি তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ভারত যেভাবে এগিয়ে চলেছে, আমি মনে করি, দুনিয়ার কোনও শক্তি আটকাতে পারবে না।’

প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ভারত বিশ্ব অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উঠে আসছে। দেশীয় উৎপাদনে জোর, ডিজিটাল পরিকাঠামোয় উন্নতি এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান ভূমিকা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর এই বার্তা দেশের মানুষকে আত্মবিশ্বাসী করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থান আরও স্পষ্ট করে তুলবে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy