ভারতীয় দল থেকে ব্রাত্য দুই তারকাই বাংলার নায়ক! শামি (৮) ও শাহবাজের (৯) ঝড়ে গুজরাতকে ১৪১ রানে হারাল বাংলা

ভারতীয় দল থেকে কার্যত বাতিলের তালিকায় ফেলে দেওয়া হয়েছিল বহু যুদ্ধ জয়ের নায়ক মহম্মদ শামিকে। বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি নিয়ে নানা জল্পনা ছড়ালেও, বিতর্কে কান না দিয়ে মাঠেই নিজেকে প্রমাণ করায় জোর দিলেন শামি। ইডেন গার্ডেন্সে লো স্কোরিং ম্যাচে গুজরাতকে হেলায় উড়িয়ে দিয়ে রনজি ট্রফিতে টানা দ্বিতীয় জয় পেল বাংলা।

এই জয়ের মূল স্থপতি হলেন ভারতীয় দল থেকে বর্তমানে ব্রাত্য দুই তারকা— মহম্মদ শামি (৮ উইকেট) এবং শাহবাজ আহমেদ (৯ উইকেট)। রনজির প্রথম দুই ম্যাচে শামির শিকার ১৫টি উইকেট! পারফরম্যান্সের মাধ্যমে তিনি যেন সরাসরি বিসিসিআই নির্বাচকদের বার্তা দিলেন: টিম ইন্ডিয়ার জার্সি পরতে এখনও তৈরি তিনি, সক্ষম ম্যাচ জেতাতে!

ম্যাচের মোড় ঘোরানো পারফরম্যান্স
প্রথম ইনিংস: বাংলার করা ২৭৯ রানের জবাবে গুজরাত গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানে। এখানেই প্রথম ছোবল মারেন শাহবাজ আহমেদ, একাই শিকার করেন ৬টি উইকেট! শামি নেন ৩টি এবং আকাশ দীপ নেন ১টি উইকেট। বাংলার পক্ষে সুমন্ত গুপ্তা (৬৩) ও সুদীপ ঘরামি (৫৬) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

দ্বিতীয় ইনিংস: দ্বিতীয় ইনিংসে বাংলা ২১৪ রানে ৮ উইকেটে ডিক্লেয়ার করে গুজরাতের সামনে ৩২৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। অনুষ্টুপ মজুমদার (৫৮) ও সুদীপ ঘরামি (৫৪) দলের স্কোর মজবুত করেন।

গুজরাতের লড়াই: মঙ্গলবার ম্যাচের শেষ দিন গুজরাত একটা সময় ৫০/৩ হয়ে গিয়েছিল। তবে উর্ভিল প্যাটেলের সেঞ্চুরি (১০০+) ও জয়মিত প্যাটেলের ৪৫ রানের ইনিংস কিছুটা লড়াই ফিরিয়ে এনেছিল। কিন্তু বাংলার বোলারদের (মূলত শামি ও শাহবাজ) দুর্দান্ত বোলিংয়ের সামনে গুজরাত ১৮৫ রানে অলআউট হয়ে যায়। বাংলা জয় পায় ১৪১ রানের বিরাট ব্যবধানে।

নির্বাচকদের দিকে নজর
বোর্ড কর্তাদের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে জল্পনার মধ্যেই বিতর্কে কান না দিয়ে শামি যেভাবে ১৫টি উইকেট তুলে নিলেন, তাতে নির্বাচক কমিটি প্রধান অজিত আগরকর অ্যান্ড কোং-এর ওপর চাপ বাড়ল। এবার দেখার বিষয়, ঘরোয়া ক্রিকেটে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতীয় দলে শামির ওপর কৃপাদৃষ্টি পড়ে কিনা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy