নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা এই সিরিজের ঠিক ৮ দিন আগে ঘোষিত হল ১৫ সদস্যের স্কোয়াড। তবে দল নির্বাচন ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে ক্রিকেট মহলে। ঘরোয়া ক্রিকেটে আগুন ঝরিয়েও ব্রাত্যই রয়ে গেলেন বাংলার পেসার মহম্মদ শামি। বাদ পড়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও।
শামির প্রত্যাবর্তন নিয়ে বড় ধাক্কা বিজয় হাজারে ট্রফি থেকে শুরু করে মুস্তাক আলি বা রঞ্জি—সব ফরম্যাটেই বল হাতে নিজের চেনা ছন্দে দেখা গিয়েছে মহম্মদ শামিকে। নির্বাচকদের কড়া বার্তা দিলেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেলেন না তিনি। অভিজ্ঞ এই পেসারকে কেন বাইরে রাখা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কেন নেই হার্দিক পান্ডিয়া? বোর্ড সূত্রে জানানো হয়েছে, হার্দিক পান্ডিয়াকে আপাতত ১০ ওভার বোলিং করার অনুমতি দেয়নি বিসিসিআই-এর বিশেষ মেডিকেল টিম (COE)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁর ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ করা হচ্ছে। মূলত চোটের ঝুঁকি এড়াতেই তাঁকে ওডিআই স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।
শ্রেয়স আইয়ারকে নিয়ে সংশয় ও বিশেষ দায়িত্ব স্কোয়াডে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে। তবে তাঁর খেলা নিয়ে থাকছে বড়সড় অনিশ্চয়তা। জানানো হয়েছে, BCCI COE থেকে ফিটনেস ক্লিয়ারেন্স পেলে তবেই মাঠে নামতে পারবেন তিনি। যদি আইয়ার শেষ পর্যন্ত আনফিট ঘোষিত হন, তবে সহ-অধিনায়কের দায়িত্ব কার কাঁধে যাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেট কিপার), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক ও উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ (উইকেট কিপার), নীতিশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, জশস্বী জয়সওয়াল।