ভারতজুড়ে নজির! কেরল এখন ‘চরম দারিদ্র্যমুক্ত’, পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা! বিরোধীদের বয়কট, মুখ্যমন্ত্রী দিলেন কড়া জবাব

এক অভূতপূর্ব মাইলফলক স্থাপন করল কেরল। কেরল পিরভি দিবসের (Kerala Piravi) বিশেষ অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) শনিবার ঘোষণা করলেন—কেরলই দেশের প্রথম রাজ্য, যেখানে সম্পূর্ণভাবে চরম দারিদ্র্য (Extreme Poverty) দূর হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “আজকের দিনটি কেরলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা সফলভাবে এমন এক কেরল গড়েছি, যেখানে আর কোনও পরিবার চরম দারিদ্র্যের শিকার নয়।”

২০২১ সালের নির্বাচনী অঙ্গীকার থেকে শুরু হওয়া Extreme Poverty Eradication Programme (EPEP)-এর বাস্তবায়ন আজ পূর্ণতা পেল। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পে এক হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে এবং প্রতিটি পরিবারের প্রয়োজন অনুযায়ী ৬৪,০০৬টি দুর্বল পরিবারকে চিহ্নিত করে তাদের জন্য পৃথক মাইক্রো-প্ল্যান তৈরি করা হয়েছিল।

দারিদ্র্যমুক্তির মূল মন্ত্র:

সরকারি তথ্যে এই কর্মসূচির সাফল্যের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে:

খাদ্য নিরাপত্তা: ২০,৬৪৮টি পরিবারকে প্রতিদিন খাদ্যের নিশ্চয়তা দেওয়া হয়েছে, যার মধ্যে ২,২১০ পরিবারকে সরাসরি রান্না করা খাবার সরবরাহ করা হয়।

বাসস্থান ও জমি: ৫,৪০০-রও বেশি নতুন ঘর তৈরি বা নির্মাণাধীন, ৫,৫২২টি ঘর মেরামত করা হয়েছে এবং ২,৭১৩টি ভূমিহীন পরিবারকে জমি দেওয়া হয়েছে।

মৌলিক অধিকার: ২১,২৬৩ জন প্রথমবারের মতো রেশন কার্ড, আধার, পেনশন-সহ প্রয়োজনীয় নথি পেয়েছেন।

কর্মসংস্থান: ৪,৩৯৪টি পরিবারকে জীবিকা সংক্রান্ত প্রকল্পে যুক্ত করা হয়েছে।

বিরোধী শিবিরের বয়কট ও রাজনৈতিক তরজা:

মুখ্যমন্ত্রী যখন এই ঐতিহাসিক ঘোষণা দিচ্ছিলেন, তখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ বিরোধী শিবির এই দাবিকে ‘মিথ্যা প্রচার’ বলে আখ্যা দিয়ে পুরো অধিবেশন বয়কট করে। বিরোধী নেতা ভিডি সাথীসন মুখ্যমন্ত্রীকে প্রতারক বলে দাবি করেন এবং ইউডিএফ বিধায়কেরা শ্লোগান দিতে দিতে সভা ত্যাগ করেন।

জবাবে মুখ্যমন্ত্রী পাল্টা কটাক্ষ করে বলেন, “যাঁরা প্রতারণার কথা বলছেন, আসলে তাঁরা নিজেদের আচরণের কথাই বলছেন। আমরা যা বলি, তা বাস্তবায়ন করি—সেটাই আমাদের জবাব।” স্থানীয় প্রশাসনমন্ত্রী এম বি রাজেশ জোর দিয়ে বলেন, এই সাফল্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার ফল। কেরলের এই মডেল শুধু প্রশাসনিক দক্ষতারই প্রতিফলন নয়, বরং এক নয়া দৃষ্টান্ত স্থাপন করল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy