ভাইরাল দুর্ঘটনার হাড়হিম করা ভিডিও! জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়েতে সিবিআই আইনজীবীর মৃত্যুতে শোকের ছায়া।

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সিবিআই-এর নবনিযুক্ত তরুণ আইনজীবী শেখ আদিল নবি। মাত্র ৩৫ বছর বয়সে তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আইনজীবী ও প্রশাসনিক মহলে। শুক্রবার জম্মু ও কাশ্মীরের রমবান জেলার বানিহালের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া দুর্ঘটনার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শিউরে উঠছেন নেটিজেনরা।

ভিডিওতে দেখা গিয়েছে, বানিহালের কাছে শেখ আদিলের গাড়িটিকে পিছন থেকে একটি দ্রুতগামী মহিন্দ্রা স্করপিও সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে আদিল গুরুতর জখম হন। উদ্ধার করে তাঁকে স্থানীয় উপ-জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। রমবানের এসপি অরুণ গুপ্ত জানিয়েছেন, আদিল একজন অত্যন্ত মেধাবী আইনজীবী ছিলেন। সম্প্রতি ইউপিএসসি (UPSC) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাত্র দুই মাস আগে সিবিআই-এর চণ্ডীগড় অফিসে পাবলিক প্রসিকিউটর হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।

পুলিশ ইতিমধ্যেই ঘাতক স্করপিও গাড়ির চালক মহম্মদ শফিকে গ্রেফতার করেছে। কেন ওই জনবহুল রাস্তায় গাড়ির গতি এত বেশি ছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এক উজ্জ্বল ভবিষ্যতের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার ও সহকর্মীরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy