মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত ধুলিয়ান-পাকুড় রোডে ১৩৩ নং জাতীয় সড়কে ধস নামায় জনজীবন কার্যত বিপর্যস্ত। দীর্ঘদিন ধরে রাস্তার অর্ধেক অংশ ধসে পড়ে থাকায় ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় মানুষজন ও নিত্যযাত্রীদের। পরিস্থিতি সামাল দিতে এবার রাস্তা সংস্কারের জন্য আগামী ২৬ নভেম্বর পর্যন্ত ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
জানা গিয়েছে, গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও শোচনীয় হয়েছে; রাস্তায় বড় ফাটল ধরেছে এবং আরও কিছু অংশ ধসে গিয়েছে। এই ধসের কারণে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। টোটো উল্টে যাওয়া বা বাইক আরোহীদের বিপদে পড়ার মতো ঘটনা নিত্যদিনের। এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং লরি চালক সহ অন্যান্য যানবাহনকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
গুরুত্বপূর্ণ সড়কে দুর্ভোগ:
ঝাড়খণ্ড-বাংলা সংযোগকারী ১৩৩ নং জাতীয় সড়কের এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এই পথে একাধিক হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বা রাজ্যের ও দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য এটি প্রধান রুট। লরি চালকদের অভিযোগ, প্রায় ৩-৪ মাস ধরে রাস্তা ধসে আছে। ঝাড়খণ্ড থেকে বাংলায় যে পাথর আসে, তা এই পথেই যাতায়াত করে, কিন্তু রাস্তা খারাপ থাকায় ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এবং নিত্যদিনের জীবনযাত্রায় বড় প্রভাব পড়ছে।
অবশেষে, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এবং দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই কারণেই আগামী ২৬ নভেম্বর পর্যন্ত এই সড়কে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।