ভগ্ন দশা বীরভূমের জনপ্রিয় পর্যটন কেন্দ্রের, শিশুদের খেলতে দিতেও ভয় পাচ্ছেন অভিভাবকরা! কবে ফিরবে সুদিন?

বীরভূমের দুবরাজপুরের অন্যতম আকর্ষণ ঐতিহাসিক মামা-ভাগ্নে পাহাড় ও পাহাড়েশ্বর মন্দির। কিন্তু তার গা ঘেঁষেই অবস্থিত পাহাড়েশ্বর পার্কের বর্তমান ছবিটা অত্যন্ত কদর্য। ২০১৭ সালে সাংসদ তহবিলের প্রায় ২১ লক্ষ টাকা ব্যয়ে পর্যটকদের বিনোদনের জন্য আনা হয়েছিল একটি টয় ট্রেন। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেই ট্রেন এখন অকেজো হয়ে পড়ে থেকে মরচে ধরছে। পার্কজুড়ে প্লাস্টিক, নোংরা আবর্জনা এবং শিশুদের খেলার ভাঙাচোরা সরঞ্জাম দেখে হতাশ পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।

পর্যটকদের অভিযোগ, পার্কে প্রবেশের জন্য মাথাপিছু ১০ টাকা করে টিকিট নেওয়া হলেও ন্যূনতম কোনো সুযোগ-সুবিধা নেই। বসার জায়গা ভাঙা, পানীয় জলের সুব্যবস্থা নেই এবং পার্কের চারপাশ আগাছায় ভরে রয়েছে। বুল্টি ও প্রিয়া ঘোষের মতো পর্যটকদের দাবি, শিশুদের খেলার সরঞ্জামগুলো এতটাই বিপজ্জনক অবস্থায় রয়েছে যে দুর্ঘটনা ঘটার ভয় থাকছে। সাংসদ তহবিলের বিপুল টাকা খরচ করার পরেও কেন টয় ট্রেনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

যদিও এ বিষয়ে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে আশ্বাস দিয়েছেন। তিনি জানান, ভাঙা খেলনা মেরামতির কাজ শুরু হয়েছে এবং পার্কের সার্বিক ভোলবদলের জন্য নতুন প্রজেক্ট রিপোর্ট ও এস্টিমেট পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই পাহাড়েশ্বর পার্ককে নতুন রূপ দেওয়া হবে। তবে শীতের এই পিকনিক মরশুমে পর্যটন কেন্দ্রের এমন দশা বীরভূমের পর্যটন মানচিত্রে নেতিবাচক প্রভাব ফেলছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy