২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল কি এখন থেকেই সাজাতে শুরু করে দিল তৃণমূল সরকার? নবান্নের অন্দরে কান পাতলে কিন্তু তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে। রাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং ‘গেমচেঞ্জার’ প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর (Lakshmir Bhandar) ভাতার পরিমাণ আরও একধাক্কায় বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা সত্যি হলে, এবার থেকে রাজ্যের সাধারণ এবং সংরক্ষিত— উভয় শ্রেণির মহিলারা মাসে প্রায় ২০০০ টাকা করে পেতে পারেন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল, যা তাদের জয়ের অন্যতম কারিগর হিসেবে বিবেচিত হয়। বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি (SC/ST) ভুক্ত মহিলারা ১২০০ টাকা করে পান। তবে ২০২৬-এর মহারণের আগে বিরোধীদের টেক্কা দিতে এই অনুদান বাড়িয়ে ২০০০ টাকা করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। যদিও নবান্ন থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়নি, তবে প্রশাসনিক স্তরে এই নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মূল্যবৃদ্ধির বাজারে মহিলাদের হাতে বেশি টাকা পৌঁছে দিয়ে তাঁদের সমর্থন আরও নিটোল করতে চাইছে শাসকদল। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক এলাকায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব অপরিসীম। বিরোধীরা ইতিমধ্যেই এই প্রকল্পকে ‘খয়রাতি’ বলে কটাক্ষ করলেও, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যেও এখন একই ধরনের প্রকল্প চালু হয়েছে। সেই দৌড়ে এগিয়ে থাকতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। শীঘ্রই পরবর্তী বাজেট বা কোনও বড় জনসভা থেকে এই সুখবর পেতে পারেন বাংলার মা-বোনেরা।