বেন স্টোকসদের ড্রেসিংরুমে এবার ভারতীয় কোচ! ‘বাজবল’ হঠিয়ে শাস্ত্রীর শরণাপন্ন ইসিবি?

ব্রেন্ডন ম্যাককালামের বহুল চর্চিত ‘বাজবল’ তত্ত্ব এখন খাদের কিনারায়। অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের শোচনীয় হারের পর থেকেই চারিদিকে সমালোচনার ঝড় বইছে। আক্রমণাত্মক ক্রিকেটের দোহাই দিয়ে বারংবার ব্যর্থতার জেরে এবার কোচ বদলের দাবি উঠতে শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেটে। আর এই ডামাডোলের মধ্যেই এক চাঞ্চল্যকর নাম সামনে এল— ভারতের প্রাক্তন সফল কোচ রবি শাস্ত্রী।

ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসার একটি ইউটিউব চ্যানেলে সওয়াল করেছেন যে, ইংল্যান্ড টেস্ট দলের হাল ফেরাতে রবি শাস্ত্রীর বিকল্প নেই। পানেসারের মতে, “অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারানোর কৌশল শাস্ত্রীর চেয়ে ভালো কেউ জানে না। মানসিকভাবে অজিদের কীভাবে চাপে ফেলতে হয়, তা শাস্ত্রী প্রমাণ করেছেন।” উল্লেখ্য, শাস্ত্রীর কোচিংয়েই টিম ইন্ডিয়া ২০১৮-১৯ এবং ২০২০-২১ মরশুমে পরপর দু’বার অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছিল। বিশেষ করে অ্যাডিলেডে ৩৬ রানে অল-আউট হওয়ার পর যেভাবে ভারত ঘুরে দাঁড়িয়েছিল, সেই অভিজ্ঞতাই এখন ইংল্যান্ডের প্রয়োজন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ম্যাককালাম এবং বেন স্টোকস জুটি শুরুতে ১১টি ম্যাচের মধ্যে ১০টিতে জিতে ক্রিকেট বিশ্বকে চমকে দিলেও, ভারত এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে বড় সিরিজে তারা চরম ব্যর্থ। ২০২৭ সাল পর্যন্ত ম্যাককালামের চুক্তি থাকলেও অ্যাসেজ হারের পর তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ইসিবি কি সত্যিই প্রথা ভেঙে কোনো ভারতীয় কোচের ওপর ভরসা করবে? ক্রিকেট মহলে এখন এটাই সবথেকে বড় প্রশ্ন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy