জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় ‘মৃত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৭৬ বছরের এক বৃদ্ধাকে। ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালি থানার বগুলা এলাকায়, যা নিয়ে প্রশাসনের চরম গাফিলতি প্রকাশ্যে এসেছে। সরকারি খাতায় নাম ‘কেটে’ যাওয়ায় তিনি এখনও পর্যন্ত SIR ফর্ম (Special Identification Report Form) পাননি।
স্থানীয় সূত্রে খবর, ওই বৃদ্ধা স্বাভাবিকভাবেই জীবনযাপন করছেন, কিন্তু শুধুমাত্র ভোটের তালিকায় নাম না থাকার কারণে তিনি সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ভুল তথ্যের ফলে তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে।
বৃদ্ধার ছেলে এই মারাত্মক ত্রুটির বিষয়ে অবগত হওয়ার পরই দ্রুত পদক্ষেপ নেন। তিনি স্থানীয় BDO (Block Development Officer) অফিসে লিখিত অভিযোগ জানান এবং সমস্যার আশু সমাধানের আর্জি জানান। অভিযোগ জানানোর পরেও দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হয়নি। পরিবার এবং স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই চরম উদাসীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
ভোটার তালিকায় এই ধরনের ভুল তথ্য কেবল সরকারি গাফিলতিই নয়, এটি সাধারণ মানুষের মৌলিক অধিকারের ওপর সরাসরি প্রভাব ফেলে। হাঁসখালির এই ঘটনা প্রশাসনের স্বচ্ছতা ও দায়িত্ববোধ নিয়ে বড়সড়ো প্রশ্ন তুলে দিল।